একজন স্বার্থপর মানুষের দর্শন কপচানো
আমি একজন স্বার্থপর মানুষ।
স্বার্থপর মানুষগুলোর আশেপাশে প্রায় সবাই ই স্বার্থপর থাকে। তাই আমাদের মত মানুষদের আর ভালো হয়ে ওঠা হয় না।
ধন্যবাদ আমার আশে পাশের সেই নিঃস্বার্থ মানুষগুলোকে যারা এখনো আশেপাশে আছে এবং থাকবে। তারা এখনো নিঃস্বার্থ ভাবেই তাদের ভুমিকা পালন করে যাচ্ছে।
কিছু মানুষকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে তোমরা এতো ভালো কেন? কিছু মানুষকে ধাক্কা দিয়ে বলতে ইচ্ছে করে তোমরা এমন কেন?কিছু মানুষকে তাদের কুৎসিত আচরণের জবাব কুৎসিত ভাবে দিতে ইচ্ছে করে কিন্তু কুকুর মানুষকে কামড় দিলেও মানুষ কি কুকুরকে কামড়াবে??
কথায় আছে "শিখছ কোথায়? ঠেকছি যেথায়।।" কাছের মানুষগুলো কতটা কাছে আর কতটা দূরে সেটা পরীক্ষা করার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই। দরকার ঠাণ্ডা মাথায় ভাবার। দরকার মানুষকে চেনার। খুব ভালো করে চেনার।
হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে আমরা জানি। মানুষ তার অতীত ভুলে যায়। রোম একদিনে গড়ে উঠে নাই। কিন্তু কাছে মানুষগুলা যখন অচেনা মানুষের মত ব্যবহার করে তখন মনে হয় পৃথিবীতে এক আল্লাহ্ ছাড়া আর কেউ নাই। হাতের পাঁচ আঙুল তো আর সমান না। সব ডুবে তো আর শালুক পাওয়া যায় না।
যে যতটুকু পানিতে নামে সে ততটুকুই ভিজবে।এক মাঘে শীত যায় না। এই সব শুনতে শুনতেই তো বড় হলাম। মানুষ হিসেবে ধৈর্য্য শক্তি অনেক কম হলেই বিপদ।যাদের ভালোবাসি তারাই কেন যেন কিছু বললে আঘাতটা বেশি লাগে।
সময় প্রবাহমান।সময় ধ্রুবক না,যদিও পরিধি ফিক্সড। একটুখানি ভালোবাসা অনেক কিছু বদলে দিতে সক্ষম। একটুখানি রাগ অনেক কিছু ঘটাতে সক্ষম।
পৃথিবীতে যেকোনো কাজ হাল্কা হয়ে যায় যখন তা মায়ের কোল থেকে অথবা বাবার পায়ে হাত দেয়া থেকে শুরু হয়। পৃথিবীর যেকোনো কাজ ভারী হয়ে যায় যখন তা বাবার ঘাম আর মায়ের অশ্রুর কারণ হয়।
আশা নিরাশায় জীবন কেটে যায়। কিন্তু বড় ইচ্ছে করে একটু হাসিখুশি থাকতে, একটু ভালবাসার গন্ধ মেখে থাকতে। চাই একটুখানি বিশ্বাসের হাওয়া আমার জীবন তরীর পালে। যাদের বিশ্বাসের সমীরণ আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। চাই একটু কাঁধে মাথা রাখার মত ছোট্ট আবদার করতে। চাই একটু কোলে নিশ্চিন্তে মাথা রাখতে। একটু সময় নিয়ে নয়নের বারিপাত কে মুছে দিতে।
একটু সময়। বেশি না।অল্প একটু।
©MIKParadox
Comments
Post a Comment