Posts

Showing posts from October, 2016

Allegory

Allegory is appropriate to express your thoughts. What can we do for the one we do care when we can not hold his/her hand when they need us coherently? When every hard fought deeds are on the line? Mark Twain  said,“It is never wrong to do the right thing”. May be I am wrong but the only answer I have is: Sometimes we have to do some wrong things to make something right coherently!  A single tossing coin's head never meets its tail as also vice versa. But they both remain together.When it flips,they both flips simultaneously.  They will never meet in our reality! Sometimes simultaneous decline concurrence! # MIKParadox

ম্যাজিশিয়ান

ম্যাজিশিয়ান সাডেলনলি লস্ট হিজ ম্যাজিক স্টিক। দেন হি ইজ নো লংগার অ্যাবল টু ডু ম্যাজিক। টিল দেন ফাইন্ড! ফাইন্ড! হিজ স্টিক ইজ টেকেন ডিউ টু হিজ অ্যাক্টিভিটিস।ওয়েন হিস পানিশমেন্ট উইল বি ওভার হি উইল বি ম্যাজিশিয়ান অ্যাগেইন। টিল দেন হি হ্যাভ টু পে ফর দ্যাট। # allegory

জানা কথা

যে যেভাবে আছে তার সেইভাবে থাকাটাই মনে হয় বেটার। মডিফাই তখনই করা উচিৎ যখন সেই মডিফিকেশনের ডেফিনিট ইন্ট্রিগেশন করা যায়। লিমিট ইজ এভ্রিথিং। বড় স্বপ্নগুলার ডিফারেন্সিয়েশন করি। মাঝে মাঝে পার্শিয়াল ভাবেই করি। জীবনকে একটা নির্দিষ্ট স্টেটে রাখার দরকার। বাট রাখা হয় না। ইচ্ছা ছিল জীবনটা একটা স্মার্ট IDE হবে কিন্তু হয়ে গেল একটা টেক্সট এডিটর। কোন কম্পাইলার বা ইন্টারপ্রিটার নাই। যা মনে চায় তাই লিখা যায়। ঠিক না এটা। জীবনের মডেল রাদারফোর্ডের মডেলের মত হয়ে গেছে। শক্তি বিকিরণ করতে করতে শেষে কেন্দ্রে পতিত হবে। মডেলটা নীলস বোরের মত হলে ভালো হত মনে হয়। কোন কিছু যখন মন মত না হয় রাগ হয়। আল্লাহ্‌ কে দোষ দেই। কিন্তু এর আগে এতোদিন মনের মত অবস্থায় কে রেখেছিল তা ভুলে যাই। অথবা আমার থেকে অনেকেই যে আরো খারাপ অবস্থায় আছে সেটাও ভুলে যাই। আমাকেও তো ঐ অবস্থায় রাখা হইতে পারত। তার থেকে এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ্‌ :) ভুলে যাই বার বার যেঃ "রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে " অনেকগুলা লাইন লেখার পরে একটা কো'ট মনে পড়লঃ "the grass is always greener on the othe...

রুবিক্স কিউব কথন

:- ভাই রুবিক্স কিউব মিলাইতে পারেন ? :- পারি ভাই। :- কতক্ষণে পারেন ? ১০-১২ সেকেন্ড ? :- না ভাই। :- তাইলে তো ৩০-৪৫ সেকেন্ড ? :- তাও না ভাই। আমি টাইমিং হিসেব করে মিলাই না।আপনার লাগলে বলেন , উল্টাই পাল্টাই দেন , আপনার সামনেই মিলাই দেখাই। :- কি কন মিয়া!  টাইমিং কইরা পারেন না! তাইলে কি আমার ***  নি পারেন ?  বাদ দেন।  খালি এইটাই পারেন না বাকী গুলাও কি পারেন নাকি ? :- ভাই শুধু ৩ X ৩ ই পারি।বাকি গুলা আমার পারার দরকার নাই। খুব বেশি স্পিডেও মিলানোর ইচ্ছা নাই। পারি যে এইটাতেই আমি খুশি। :- কি কন মিয়া!  পারলে কোন কম্পিটিশনে যান না ক্যারে ? কি আর পারলেন তাইলে ? :- ভাই কিছু মনে করবেন না। আমি আপনাকে উল্টায়া পাল্টায়া কিউব টা দেই। ফার্স্ট লেয়ারটা অন্তত মিলাই দেখান। :- না মানে ভাই এইটা তো অনেক সহজ হে হে ... তবে আপনার জন্য। থাক ভাই আমার লাগবে না। এইটা না পারলেও জীবনে কি কিছু আসবো যাইবো নাকি ? :- না ভাই কিছু আসবো যাইবো না।  আমি আপনারে দেখাই ক্যামনে মিলাইতে হয়। তারপর মিলাই দেখান। পুরাটা লাগবে না। :- ভাই থাক আমি যাই। আপনি থাকেন আপনের এই সব ফালতু কিউব নিয়া...

Skyfall

Kites fly on the sky.A bird intended to fly with the kites.The bird fly too much high to cope up with the kites.Aftermath the bird feel tired.It can't fly no more.It doesn't have much strength to move it's wings any further.The bird is falling down.The bird stretch it's wings and closed it's eye.The bird is falling and falling......hoping for a miracle to flip and wave in wind again.  The harder the reach,The harder the fall. # Skyfall .

উপহার

কিছু মানুষ সব সময়ই উপহার পেয়ে থাকে। কিছু মানুষ পেতে থাকে আবার মাঝখান দিয়ে তার পাওয়াটা বন্ধ হয়ে যায়। আর কিছু মানুষ কখনোই পায় না। উপহার পেতে হলে হয়ত [আমার মনে হয়] কিছু যোগ্যতা থাকা লাগে। সেটা কি রকম কাজে কি রকম উপহার তার উপর ডিপেন্ড করে। পৃথিবীতে অন্যতম সবচেয়ে কঠিন কাজ হল বিপদের ধৈর্য ধারণ করে সঠিক পদক্ষেপ নেয়াটা। বিপদে ধৈর্য হয়ত ধারণ করার চেষ্টা চালানো যায় কিন্তু এই বিপদে বিপর্যস্ত হয়ে এর মধ্যেই সঠিক পদক্ষেপ কোনটা তা খুঁজে বের করাটাই কঠিন লাগে।  "সবাই বলে সেই জয়ী যে জিতে। কিন্তু আমার মনে হয় আসলে সেই জয়ী যে হারে ।কারণ একমাত্র সেই জানে যে বিজয়ী থাকার মুল্যটা কেমন।" অনেক সময় কোন উত্তর ই উত্তর দেয়ার জন্য যথেষ্ট হয় না  :)   কথা গুলা কোন সিরিয়াস কিছু না। জাস্ট কিছু এলোমেলো শব্দকে এক্ত্রে লেখার প্রচেষ্টা।  # MIKParadox

মিথ্যা কথা

" আমি মিথ্যা বলি  না" এইটাই মনে হয় একটা মিথ্যা কথা।  টুকাটাক মিথ্যা আমরা সবাই* প্রায় কম বেশি বলি। সত্যি বলতে আমি নিজেও মাঝে  মাঝে বলি। বর্তমান পৃথিবী আমাদেরকে পুরোপুরি সত্য বলা থেকে কিছুটা হলেও  দূরে রাখে। আর তাতেই প্রশ্রয় পায় মিথ্যা।  মিথ্যাবাদী রাখালের পরিণতি কারোই অজানা নয়। মিথ্যা বলারও লিমিট থাকে। ভুল  বলা ,  অস্বীকার করা শব্দ দুইটার সাথে মিথ্যা শব্দের শুধু অক্ষরের পার্থক্য  ছাড়া আর কোন পার্থক্য দেখি না। ভুল বলাটাও একধরনের মিথ্যা তবে সেটা একেবারে  তৃণমূল পর্যায়ের। একটা মিথ্যাকে সাপোর্ট দিতে আরো অনেক মিথ্যার জন্ম হয়। সব মিথ্যা বলার  পিছনেই কোন না কোন কারণ থাকেই। অনেকে বিনা কারণেও বলে। টুকটাক কিছু মিথ্যা  আমরা/আমি বলি কাউকে খুশি করানোর জন্য অথবা কোন বিপদ থেকে বাঁচার জন্য। তবে  অস্বীকার করাটা মিথ্যার পর্যায় পরে কিনা ঠিক বলা যায় না। নির্লজ্জ মিথ্যার কোন কারণ থাকে না , ক্ষমা থাকে না। মানুষ সৃষ্টির ঊর্ধ্বে নয়। মাঝে মধ্যে  ক্ষমা করেও আবার ক্ষমা করতে পারি না। আর অস্বীকার করাটা যখন নির্লজ্জ  মিথ্যা হয়ে যায় তখন তাদের ...