Posts

Showing posts from August, 2016

এক নাবিকের গল্প বলি

এক নাবিকের গল্প বলি। এক নাবিক তার মাঝি-মাল্লাদেরসহ সমুদ্র ভ্রমনে বের হল। মাঝদরিয়ায় অনেক বিশাল এক ঝড় উঠলো। ঝড়ে তেমন কোন ক্ষয়ক্ষতি হলো না। শুধু জাহাজের পাল ছিঁড়ে গেল। জাহাজে বৈঠার অভাব ছিল না।তাই সবাই তেমন কিছু মনে করল না।কারণ বাতাসের সাহায্যে যে এগিয়ে যাওয়াটা সেটা না হয় পাওয়া যাবে না। কিন্ত তাদের কাছে যে পরিমাণ বৈঠা আছে তাতে চলতে কোন সমস্যাই হবে না।সবাই নাবিককে বুঝিয়ে দিল যে, ব্যাপার না বৈঠা আছে। সুতরাং গন্তব্যে পৌঁছাতে কোন সমস্যা হবে না। গন্তব্যে পৌঁছানোর জন্য সবাই বৈঠার সাহায্য নিল। খুব সহজেই পালের ছিঁড়ে যাওয়াটা সবাই ভুলে গেল। পাল বিহীন নৌকা আর লক্ষ্য ছাড়া জীবনে কোন পার্থক্য নাই। ছোট বেলায় এই জেনে এসেছি। ছেঁড়া পালেও বৈঠার সাহায্য নিয়ে জাহাজ অবশ্যই তার গন্তব্যে পৌঁছাবে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু দুঃখ একটাই যে, কেউ নতুন করে পাল লাগানোর কথা ভাবল না বা বলল না। সবাই সহজেই ছেঁড়া পালের বিকল্প খুঁজে নিল। নাবিকের মন ভালো নেই ছেঁড়া পালের জন্য। জাহাজ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। নাবিক কিছু মাঝিদের থেকে ছেঁড়া পালের ব্যপারে সহায়তা আশা করেছিল। কিন্তু আশায় গুঁড়ে বালি। সবাইদের মত ঐ কিছু মাঝিও তা...

Do you know the difference?

There is no reason to be fortunate as by born we all are. Just we have to find out how. If you wanna skip my long writing, you better be. Otherwise you will regret in the end and go for Goggling for sure.  I am not a man from English literature and I never read those stories in my life time through my academic career. But I am fortunate enough that my mother did. And she told me about these four.  1) “The incidental expenses were too heavy.”- Mrs. Packletide’s Tiger She is th e first thing that I was so amused to know. That story was awesome to hear in short. 2) "Follow my example," she said as we shook hand, "and never eat more than one thing for luncheon." - The Luncheon William Somerset Maugham was extraordinarily touched my heart with great humor laid under story. 3) The love story of Husband Jim and wife Della considering their Christmas gifts. That story reflects the value of love can’t be measured with so-called mean examples or talking. They were the wisest...

জীবনের ফুটবল মাঠে

দেয়া-নেয়ার এই ফুটবল মাঠে একদল শুধু ফাউল করেই গেলো।আমার মত স্বার্থপর যারা। তাদের হলুদ/লাল কার্ডের মাধ্যমেই এই জীবন মাঠে সতর্ক করা হয়।আর একদল শুধু ফাউলের শিকার হয়েই গেলো। ফাউলের শিকার সাধারণ খেলোয়াড় ঠিকই খোঁড়াতে খোঁড়াতে আবার উঠে দাঁড়িয়ে রেফারিকে বোঝানোর চেষ্টা করে যে তার অনেক কিছু হইসে। সে মারাই যেতে লাগসিল। রেফারি দেখে তাকে বাঁচাইসে। আবার সেই ফাউলের শিকার কিছু নিঃস্বার্থ খেলোয়াড় ঠিকই খোঁড়াতে খোঁড়াতে আবার উঠে দাঁড়িয়ে রেফারিকে বোঝানোর চেষ্টা করে যে তার কিছু হয় নাই। সে ঠিক আছে। বাস্তব পৃথিবীর ফুটবল মাঠ আর জীবনের ফুটবল মাঠে এই যা তফাৎ। বাস্তবে এই রকম ঘটে না। স্ট্যাটাসদাতার উপমায় ঘটে। নিঃস্বার্থ খেলোয়াড় দের জন্য স্বার্থপর খেলোয়াড়ের কোন ভালোবাসা নেই।কারণ স্বার্থপর মানুষ ভালোবাসার অধিকার রাখে না। তাদের ভালবাসতে নেই। ‪#‎ MIKParadox‬

গাছ

গাছে যতক্ষণ পর্যন্ত ফল ধরে ঐ গাছের একচুয়াল আয়ু ততদিনই। মানুষ ততক্ষণই ঐ গাছের যত্ন করে। যতদিন প্রয়োজন থাকে মানুষ কাছাকাছি থাকে কন্টাক্টে থাকে। প্রয়োজন কি ,দরকারে থাকে। প্রয়োজন নাই কন্টাক্ট নাই। আবার যখন প্রয়োজন থাকে তখন মানুষ আবার কাছাকাছি থাকে কন্টাক্ট রাখে। যখন ঐ গাছ আর ফল দেয় না, শুধুই আলো বাতাস মাটি আর পানি নিয়ে বেঁচে থাকে,তখন মানুষ ঐ গাছ কে কেটে ফেলে অথবা ফেলার অপেক্ষায় থাকে। বাকী যে কয়টা দিন গাছ বেঁচে থাকে তা কিছুটা থাকে পরিচর্যাকারীর ইচ্ছায়। জ্যান্ত গাছের অব্যাক্ত ভয়।কেটে ফেলার ভয়। গাছগুলা অপেক্ষায় থাকে হাসি মুখে। তারা বলে ভাগ্যিস আমরা মানুষ না  :v   :v   :v   :v   ‪#‎ MIKParadox‬