জ্ঞানী

জ্ঞানী শুধাইলো," ওহে মূর্খ বালক"
বালক শুধাইলো,"বলুন জ্ঞানী মহাশয়"
জ্ঞানী শুধাইলো, " জ্ঞানী মূর্খ কে চিনতে পারে কেননা সে জ্ঞানী, মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কেননা সে মূর্খ।" 
বালক শুধাইলো,"কীরূপ?"
জ্ঞানী শুধাইলো," তুমি তো শুধু তাহাদের সহিতই হাত মিলাইলে যাহাদের হাত রহিয়াছে,যাদের নাই তাহাদের সহিত কিভাবে হাত মিলাইবে বাছা? তখন তো আর হাত মিলাইবে না, এই কি তোমার নীতি!!!"
বালক শুধাইলো,"আমি হাত মিলাই পরে,আগে কাঁধে কাঁধ মিলাই। হাত না থাকিলেও সবার কাঁধ তো থাকে। আর তারপর যদি কারো হাত থাকে তখন মিলাইলেই বা দোষের কি?"
জ্ঞানী শুধাইল," মূর্খ বালক!! মূর্খ বালক!!!"
বালক," :)!!!  "

#‎MIKParadox‬

Comments

Popular posts from this blog

Champion

Set theory!

একেবারে পুঙ্খানুপুঙ্খ সব কিন্তু কুরআনে সরাসরি পাবেন না