ইচ্ছা

মানুষের ইচ্ছা গুলার কোন আগামাথা নাই। যখন যা মনে আসে সেইটাই ইচ্ছা করে ফেলে। ইচ্ছা গুলার ইন্টিগ্রেশন করতে যখন চাই,দেখা যায় উল্টা বর্তমান ইচ্ছা গুলার ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে। 
আগের কিছু সময়কে ফিরে পেতে খুব ইচ্ছা করে যখন এই ইচ্ছা গুলাকে ক্যালকুলাস দিয়ে মেসার করা যেত না। দিন যত যায় জীবনে কমপ্লেক্সিটি বাড়ে। ট্রেডঅফ সব চলে আসে। স্পেস পাইলে টাইম পাই না,টাইম পাইলে স্পেস পাই না। হাইজেনবার্গ আর স্রোডিঞ্জার এই সবে জন্য দায়ী। তাদের কি দরকার ছিল এই সব আন্সারটেনিটি নিয়ে কাবযাব করার !!!!!!

ফিরে পেতে চাই, আফিফের বল্টুকে। ফিরে পেতে চাই লিটাল জিনিয়াসকে। 
ফিরে পেতে চাই সুপারন্যাচারালকে। 

আগে অনেক ইচ্ছা ছিল। সবাই কি ভাববে,সবাই কি চায় এইটাকে আমার চাওয়ার সাথে মিলিয়ে ভাবতাম কি করব না করব। আস্তে আস্তে দিন যত যাচ্ছে বুঝলাম এইটা আমার জীবন। আমার জীবন আমি যেভাবে লিড করব সেইটাই। আমি যেই ভাবে ভাবব ঐভাবেই হবে। যাদের থেকে পরামর্শ/উপদেশ নেয়া দরকার নিব আর যাদের থেকে নেয়া দরকার নেই বলে মনে হবে তারা কি বলল বা কি ভাবল আমার সম্পর্কে তা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। আমার এই কথাবার্তাগুলা উদ্ভট লাগছে সবার কাছে এখন এইটাই স্বাভাবিক, না লাগাটাই অস্বাভাবিক  
হয়ত সবাই হাসবে আমার নেয়া সিদ্ধান্তের ফলাফল গুলা নিয়ে।পিছনে বলাবলি করবে। "এই কি করল ইব্রাহীম।এই রকম আশা করি নাই। কি ছিল কি করল।" সবাই সমালোচনা করবে,তারাও যারা একদিন হাততালি দিয়ে ছিল। কিন্তু কি আর করার যা আমাকে সন্তুষ্ট রাখবে তাই না হয় করি। দৌড়াদৌড়ি তো কম করতেছি না। আরো দৌড়াতে হবে। রাস্তা অনেক বাকি। মাঝে মধ্যে একটু নাহয় বিশ্রাম নেই। দোষ কি? 
আলহামদুলিল্লাহ্‌ এখন যা আছি অনেক ভালো আছি।এর থেকে ভালো থাকা পসিবল ছিল নাআল্লাহ্‌ যা লিখসেন তা তো হবেই আর আমি যা আল্লাহের কাছে প্রপোজাল দিব তার জন্য তো কিছু করার চেষ্টা করি। ইনশাআল্লাহ্‌ দোয়া কবুল হবে।

ছোট আশা নিয়ে অল্প অল্প করে প্রতিদিন না হয় বাঁচি। কালকে যদি ঘুম থেকে আর না জাগি  
যা কিছু ভালো তার জন্য মাশাআল্লাহ্‌ বলতে না ভুলি।

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?