Posts

Showing posts from September, 2015

Confession

Image
Sometimes my rough truth hurts someone. Sometimes my mad talking make someone cry. Oh  ‪#‎ World‬  please don't mind.I am always that kind. I am fire if you touch you burn. I am broken glass if you touch you cut. Never mind in my attitude Oh  ‪#‎ Universe‬ . I am  ‪#‎ Paradox‬ , ‪#‎ MIKParadox‬ .  smile emoticon There are many things that changes.Change with time,with condition.I faced many things changing(including me) grin emoti decent to arrogant, polite to rough, friend to foe, success to failure, smile to cry, normal to crazy, shout to silence, true to fake. well wisher to selfish. But there is only one thing that remain same.That thing is my Abbu-Ammu's affection towards me though I have to go beyond.They still have the same affection from the day they abandon me in ASH to till today I walkout from the door from our home. Why Abbu-Ammu is so affectionate to me?Why Allah is so kind by making me so fortunate to have my AbbuAmmu  sm...

এত তিতা লাগে কেন?

ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত অনুবাদ শিখসিলাম “We should bear the courage of telling the truth……………..” বঙ্গানুবাদঃ আমাদের সত্য বলার সৎ সাহস থাকা উচিৎ। যদিও কোন পাব্লিক পরীক্ষায় আসে নাই। পার্বিক পরীক্ষা আর মডেল টেস্ট এর মদ্ধেই সীমাবদ্ধ ছিল।  সত্য কথা অল্টাইম ভালা লাগে যদি পক্ষে যায় আর নাইলে তিতাই লাগে। আমারও আপনারও। সবাই বলে সদা সত্য কথা বলবা। কিন্ত ু কাহিনী হল সত্য কথা সবার হজম হয় না। ঢোঁক গিল্লাও অনেক সময় হজম করা যায় না। ফলস্বরূপ হয় বদহজম আর সত্যবাদীর কপালে জুটে সত্য বলার শাস্তি। তাই এই জীবনে বেঁচে থাকার জন্য হাল্কা পাতলা মিথ্যা কথা বলা লাগে । (সবচেয়ে বড় সত্য কথা ) লাগে রাহো মুন্না ভাই ছবিতে বলসে বুক ফুলায়া সত্য কথা বইলা ফালাইতে।কিচ্ছু হইব না,সব ঠিক হইয়া যাইব। কথা সত্য। অনেক ক্ষেত্রেই এইটা ফলছে। কিন্তু সেই ক্ষেত্রটাও অনেক কম ২% মাত্র।বাকি ৯৮% ক্ষেত্রে এই থিউরি ফেইল!!! যেমনঃ আম্মুর কাছে সত্যি কথা বলায় আম্মু হাল্কা রাগ করলেও পরে খুশি যে পোলা এখনো আপনই আছে পর হয় নাই। বান্দুবীর কাছে সত্য কথা বলায় উপ্রে উপ্রে দেখাইলো খুশি হইসে সত্যবাদিতায় কিন্তু আমি বুইজ্ঝানিলাম যে তার ভিত্রে ভিত্রে কি...

পিতামাতা

"পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা প্রকৃত পিতামাতা হারা আরেক যারা পিতামাতা জীবিত থাকা অবস্থায় ও পিতামাতা হারা" একটা ছবি আঁকছিলাম কিন্তু মনের মত হচ্ছিল না। তাই আবার নতুন করে আঁকার সিদ্ধান্ত নিলাম। সবার দোয়া প্রার্থী  smile emoticon নতুন কিছুর শুরুর দিকে আগ্রহ থাকে। আস্তে আস্তে সময়ের সাথে আগ্রহ কমতে থাকে। এই কমাটাই পরে ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। সবার কমে না। কারো আবার সময়ের সাথে সাথে আগ্রহ বাড়তেই থাকে।  কিছু মানুষের বিচার আল্লাহ্‌ অবশ্যই করেবন।আজ হোক কাল হোক। যে যতটুকু পানিতে নামবে সে ততটুকুই ভিজবে। ভিজতেই হবে। জাহেরি ভাবেই হোক বা বাতেনি ভাবেই হোক। দিন যত যায় তত খালি স্বপ্নের পরিমাণ বাড়ে,কিন্তু স্বপ্নের গাছে পানি দেবার খেয়ালটা কেন যেন থাকে না। ফলে স্বপ্নের গাছটা ক্রমশ তুলসী গাছে রূপান্তরিত হয়। "তুলসী গাছের গোঁড়ায় কত ঢালিলাম জল না পুরিল মনের আশা না ধরিল ফল।" ‪#‎ MIKParadox‬ প্রায় অনেক বছর আগে এক তরুন-তরুণী যুগল পারিবারিকভাবে এক হয়েছিল। তাদের মনে অনেক স্বপ্নও ছিল। তারা তাদের ঘর নতুন করে গুছিয়ে নিয়েছিল। তাদের সন্তানদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা মনের মধ্যে...

পাথর,মানসিকতা,জিম আর ডেলা & চালাকি

# কুমারপাড়ায় অনেকগুলো মাটির দলাগুলোর সাথে একটা মাঝারি সাইজের পাথর ছিল।কুমারপাড়ার এঁটেল মাটির দলা অনেক শক্ত। পাথরের মতই। ঐ পাথরটি নিজেকে ঐ মাটির দলা গুলোর একজন মনে করত। সে মাটির দলাদের থেকে শুধুমাত্র রঙে একটু অন্যরকম ছিল।নইলে একই রকম শক্ত ও ভারী ছিল। একদিন খুব বৃষ্টি আসলো। বৃষ্টিতে কুমারপাড়ার এঁটেল মাটির দলা গুলো সব কাদামাটি হয়ে গেল।রয়ে গেল শুধু পাথরটি।  পাথর ভুলে গিয়েছিল যে সে পাথর,মাটি না। পাথররা কখনো কাদামাটি হয় না। # অন্ধ না পায় দেখিতে, পক্ষাঘাত পারে না হাটিতে  মূক পারে না বলিতে, বধির পারে না শুনিতে আর প্রতিবন্ধী সে তো বিকলাঙ্গ তোমার কি তাতে? তুমি কি জানো? তুমি তাদের থেকেও অধম। হুমায়ূন পড়া অনেক সহজ, পারলে হুমায়ূনের মত হয়ে দেখাও। আর নাইলে **** **** ***  # কিছু মানুষ কখনোই বদলায় না।  যারা নোংরা মন মানসিকতার তারা তা নিয়েই আছে এখনো। আর যারা ভালো মানসিকতার তাদের জয় গান এখনো করি। নোংরা মানুষ যারা আছে তারা নোংরাই থাকবে, তাদের রক্তে মিশে আছে নোংরামি। তারা নোংরাই থাক।  কয়লা ধুলেও ময়লা যায় না। Once a dog,is always a dog  squint emoticon Doges never change,nev...

কাছের মানুষ আর কষ্টের ফেরিওয়ালা

কিছু মানুষের উপস্থিতি জীবনের মানে পাল্টে দেয়। তাদের নিঃস্বার্থ ভালোবাসার ঋণে ঋণী করে দেয়। বলব একজনের কথা যে কিনা নিঃস্বার্থ ভাবে সবসময়ই আমার ভালো চেয়েছে। সাফল্যে বাহাবা আর ব্যর্থতায় সমবেদনা জানিয়েছে। আমাকে কাছের মানুষের স্বীকৃতি দিয়েছে।যদিও হয়ত আমি তাকে আমার খুব কাছে আসতে দেই নাই। তারপরও আমরা কাছাকাছিই আছি।হয়ত অনেক কাছাকাছি আবার অনেক দূরে। কথায় আছে "যদি থাকে বন্ধুর মন গাঙ সাঁতরাইতে কতক্ষণ" :) আরেকজন হল কষ্টের ফেরিওয়ালা। আমি যখন কষ্টের বৃষ্টিতে ভিজে ক্লান্ত ছিলাম তখন তার সাথে পরিচয় হয়েছিল। সে শুধু সবার কষ্ট ফেরি করে বেড়ায়। সবার কষ্ট কিনে নিয়ে সবাইকে সুখি দেখতে চায়। আমার কষ্ট কিনে নেয়ার জন্য জিজ্ঞেস করে আমার মন খারাপ কিনা। বিনিময়ে কিচ্ছু চায় না। চায় না কোন সুবিধা।শুধু আমার কষ্ট গুলো কিনতে চায়। আমি হয়ত সেই কষ্টের ফেরিওালার কাছে আমার কষ্ট বিক্রি করি না। কিন্ত সে নিরলস ভাবে কষ্টের ফেরি করে যাচ্ছে। এখনোও মাঝে মধ্যে খোঁজ নেয় কষ্ট বিক্রি করব কিনা। আমি চেষ্টা করি কষ্টের ব্যাঙ্ক হতে। মানুষ ব্যাঙ্কে টাকা জমায়। আমি মানুষের কষ্ট জমাই।সবার কষ্ট শুনি।কেউ বলে কেউ বলে না।মাঝে মাঝে কষ্ট জমা...