ঘড়ি (শেষ পর্ব)
©MIKParadox । ৫ । -কিরে কোন দিকে খেয়াল তোর? বান্ধবীর ডাকে হতচকিয়ে গেল ফারিহা। -কতক্ষণ ধরে তোকে যেন কেমন মনমরা হয়ে বসে আছিস।চল আজকে সবাই ইসরাত ম্যামের কাছে যাব ফিজিওলজি বুঝতে হবে,চল। -চল। হোস্টেলের রাস্তা শেষ করে ক্যাম্পাসের রাস্তায় আসা মাত্রই পিছন থেকে কে যেন ডাক দিল “এই যে চন্দ্রমুখী?” বান্ধবীরা সবাই এগিয়ে গেলেও থমকে দাঁড়াল ফারিহা। -কিরে থামলি কেন? -কে যেন ডাক দিল।পিছনে ফিরে দেখল সম্রাট দাঁড়ানো।বিস্মিত একটা লুক দিয়ে আবার হাঁটা শুরু করল। -কিরে!!!!! কে? আলতো করে পেটে একটা গুঁতো দিল একজন। আবার চন্দ্রমুখী!!!!!! -কিছু না সামনে তাকা আর হাট। -কেন ইভটিজার নাকি দিবো চিৎকার? - না না। পিছন থেকে ডাক ভেসে আসছে “এই যে চন্দ্রমুখী?” - আচ্ছা তোরা যা আমি আসছি। - ও ভিতরে ভিতরে টেম্পু চালাও আমারা কইলে হরতাল????আমারাও থাকি। -না। আমি পড়ে সব বলব।এখন তোরা যা। ঠিক আছে।হাসতে হাসতে বাকিরা চলে গেল। পিছিয়ে যাচ্ছে ফারিহা।মনে মনে ভাবছে কাজটা কি ঠিক হচ্ছে? সাতপাঁচ ভাবে গেল সামনে। -আমি চন্দ্রমুখী না।আর আমাকে ডাকছেন কেন? আপনিতো আমাকে চেনেনই না!!!! ঐ দিন কথা শেষ না করে হঠাৎ চল...