জীবনের হিসেব নিকেশ
আমাদের চিন্তাধারা জগতে আমরা খুব কমই থাকতে পারি হোক সেটা বেশিরভাগের চোখে ইতিবাচক না নেতিবাচক। আমরা সমাজে বসবাসকারী বেশিরভাগই যা করি আসলে,
কেন করি?
কাদের জন্য করি?
করে কি হবে?
সেটা জানি না। সবাই করে এবং করার জন্য করা তাই করি। অনেকেই বলবে ভুল লিখলাম। তারা জানে যে কি করছে কেন করছে এবং কাজের ফলাফল কি সেটা। ভুল। সে ভুল জানে। এবং তার জানা যে ভুল সেটাও সে জানে না।
অনেকেই আছে যারা অবশ্য এই তত্ত্বের বাহিরে। তারা সঠিক ভাবে জানে,বুঝে, এবং করে তারা যারা করছে। বেশির ভাগই এই আবছা ধোঁয়াশার মধ্যে করে করে জীবন পার করে ফেলে। এবং মজার ব্যপার হচ্ছে করতে করতে তারা জীবনের একটা না একটা লক্ষ্যে পৌঁছেই যায়। তবে যায় যে কারণে সেটা হচ্ছে তার লেগে থাকার জন্য বুঝক বা না বুঝক, করার জন্য হলেও করে যাবার জন্য। চেষ্টা চালিয়ে লেগে থাকার জন্য। সবাই লেগে থাকতে পারে না। যারা পেরে যায় জীবন তাদেরকেই পুরস্কৃত করে।(তাদের খাটো করছি না কাউকেই) “Hard work beats talent when talent doesn’t work hard.” – Tim Notke
আসলে সফলতা বলতে কিছু কি আদৌ আছে? সেটা পুঞ্জীভূত চেষ্টা এবং নিরলস পরিশ্রম বৈ কিছু না। অথবা আরেকটু ভেঙ্গে বললে অন্যদের থেকে জীবনের সব বিষয়ের নাম্বারের যোগফলের গড়ে সর্বোচ্চ নাম্বার পাওয়া। শুধু মাত্র একটি বা কয়েকটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার পাওয়া না। সবার থেকে গড়পড়তায় আলাদা এবং অনন্য হওয়া। “Hard work without talent is a shame, but talent without hard work is a tragedy.” – Robert Half
শুধু মাত্র জীবনের হিসেব নিকেশ এর শেষ পাতায় খুব কম মানুষই হিসেব উল্টিয়ে দেখে,যে চলে গেল সে কতটা সফল ছিল। সবাই দেখে, সে কিভাবে তার শেষ হয়ে যাওয়া জীবনটা কাটিয়ে গিয়েছিল। কতটুকু সময়ে, সে কি কি করে গেল। কবরস্থানে হয়ত কারো কবর বাঁধাই করা, পাকা করা, ঘেরাও দেয়া। কারো তো শুধু মাটি উঁচু করা। কিন্তু সব কবরেই আগাছা জন্মে যায়। একই মাটি দেওয়া। একই পিঁপড়া আর পোকা-মাকড়।
শুধু শুধু মাটির দেহ আর কাগজ কলমের সম্পদের অনেক গর্ব আমার আপনার সবার। মারা গেলে সফল-ব্যর্থের হিসেবও একটা সময় মানুষ ভুলে যায়। আমরা যা করি যেন আমাদের মত করেই করি। ভালো ভাবেই করি, ইনশাআল্লাহ্। 😇
“The man called a street sweeper, he should sweep streets even as Michelangelo painted, or Beethoven composed music, or Shakespeare wrote poetry. He should sweep streets so well that all the hosts of heaven and earth will pause to say, ‘Here lived a great street sweeper who did his job well.” – Martin Luther King.
কেন করি?
কাদের জন্য করি?
করে কি হবে?
সেটা জানি না। সবাই করে এবং করার জন্য করা তাই করি। অনেকেই বলবে ভুল লিখলাম। তারা জানে যে কি করছে কেন করছে এবং কাজের ফলাফল কি সেটা। ভুল। সে ভুল জানে। এবং তার জানা যে ভুল সেটাও সে জানে না।
অনেকেই আছে যারা অবশ্য এই তত্ত্বের বাহিরে। তারা সঠিক ভাবে জানে,বুঝে, এবং করে তারা যারা করছে। বেশির ভাগই এই আবছা ধোঁয়াশার মধ্যে করে করে জীবন পার করে ফেলে। এবং মজার ব্যপার হচ্ছে করতে করতে তারা জীবনের একটা না একটা লক্ষ্যে পৌঁছেই যায়। তবে যায় যে কারণে সেটা হচ্ছে তার লেগে থাকার জন্য বুঝক বা না বুঝক, করার জন্য হলেও করে যাবার জন্য। চেষ্টা চালিয়ে লেগে থাকার জন্য। সবাই লেগে থাকতে পারে না। যারা পেরে যায় জীবন তাদেরকেই পুরস্কৃত করে।(তাদের খাটো করছি না কাউকেই) “Hard work beats talent when talent doesn’t work hard.” – Tim Notke
আসলে সফলতা বলতে কিছু কি আদৌ আছে? সেটা পুঞ্জীভূত চেষ্টা এবং নিরলস পরিশ্রম বৈ কিছু না। অথবা আরেকটু ভেঙ্গে বললে অন্যদের থেকে জীবনের সব বিষয়ের নাম্বারের যোগফলের গড়ে সর্বোচ্চ নাম্বার পাওয়া। শুধু মাত্র একটি বা কয়েকটি বিষয়ে সর্বোচ্চ নাম্বার পাওয়া না। সবার থেকে গড়পড়তায় আলাদা এবং অনন্য হওয়া। “Hard work without talent is a shame, but talent without hard work is a tragedy.” – Robert Half
শুধু মাত্র জীবনের হিসেব নিকেশ এর শেষ পাতায় খুব কম মানুষই হিসেব উল্টিয়ে দেখে,যে চলে গেল সে কতটা সফল ছিল। সবাই দেখে, সে কিভাবে তার শেষ হয়ে যাওয়া জীবনটা কাটিয়ে গিয়েছিল। কতটুকু সময়ে, সে কি কি করে গেল। কবরস্থানে হয়ত কারো কবর বাঁধাই করা, পাকা করা, ঘেরাও দেয়া। কারো তো শুধু মাটি উঁচু করা। কিন্তু সব কবরেই আগাছা জন্মে যায়। একই মাটি দেওয়া। একই পিঁপড়া আর পোকা-মাকড়।
শুধু শুধু মাটির দেহ আর কাগজ কলমের সম্পদের অনেক গর্ব আমার আপনার সবার। মারা গেলে সফল-ব্যর্থের হিসেবও একটা সময় মানুষ ভুলে যায়। আমরা যা করি যেন আমাদের মত করেই করি। ভালো ভাবেই করি, ইনশাআল্লাহ্। 😇
“The man called a street sweeper, he should sweep streets even as Michelangelo painted, or Beethoven composed music, or Shakespeare wrote poetry. He should sweep streets so well that all the hosts of heaven and earth will pause to say, ‘Here lived a great street sweeper who did his job well.” – Martin Luther King.
Comments
Post a Comment