জীবন সুন্দর
মুভি গুলা কত ভালো। সর্বোচ্চ সাড়ে ৩ ঘন্টা থেকে সর্বনিম্ন দেড় ঘন্টার মধ্যে পুরো গল্প বলা যায়। কোনটার হ্যাপি এন্ডিং তো কোনটার স্যাড। কোনটায় মিস্ট্রি তো কোনটায় কনফিউসিং ওপেন এন্ডিং। হরেক রকম জন্ররার হরেক রকম প্রেজেন্টেশন থাকে মুভিগুলার। কোন মুভির মধ্যে বা এন্ডিং ভালো না লাগলে ঐ জন্রার অন্য মুভি সিলেক্ট করে দেখা যায় বা অন্য জন্রায়ও সিফট করা যায়। কোন সমস্যাই নাই মুভিতে।
মাথা ন্যাড়া হয়ে গেলে কয়েক সিন পরেই আবার মাথা ভর্তি চুলের ক্যারেক্টার দেখা যায়। ঠেলাগাড়ী ঠেলে ঠেলে লটারি পাওয়া যায়। কয়েক সিনের মধ্যেই গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়। হারতে হারতে ম্যাচ জিতে যায়। শেষ সিনে অল্প অল্প করে এগুতে থাকা পুরা গল্পই শেষ হয় ঠিক যেভাবে পরিচালক চায় সেভাবেই।
কিন্তু জীবন তো মুভি না। ছায়াছবির মতই ছায়াময় এই ছবির গল্প গুলা আমাদের মোহে আচ্ছন্ন করতে যথেষ্ট। কল্পনার জগতেই তারা সুন্দর কিন্তু বাস্তবতা এই রূপালী পর্দাকে হার মানায়। রূপালী পর্দার গল্প তৈরিই হয় বাস্তবতাকে অবলম্বন করে অথবা কি রকম হতে পারে তা কল্পনা করে। আর ফ্যান্টাসি বা অবাস্তব গল্পের দিকে আর গেলামই না। আমাদের জীবন অনেক লম্বা আবার অনেক ছোট কিন্তু অনেক গুলো ফ্রেম। আমাদের গ্র্যাজুয়েশন সিনেমার মত কয়েক সিনেই হয় না। আমাদের জীবনে তিন ঘন্টার মধ্যেই সব শেষ হয় না।
জীবনের অল্প অল্প করে পর্দা উন্মোচিত হয় হর্ষে, বিষাদে, সাফল্যে, ব্যর্থতায়, অভিন্নতায়, বিভিন্নতায়।
জীবন সুন্দর। 😇
মাথা ন্যাড়া হয়ে গেলে কয়েক সিন পরেই আবার মাথা ভর্তি চুলের ক্যারেক্টার দেখা যায়। ঠেলাগাড়ী ঠেলে ঠেলে লটারি পাওয়া যায়। কয়েক সিনের মধ্যেই গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়। হারতে হারতে ম্যাচ জিতে যায়। শেষ সিনে অল্প অল্প করে এগুতে থাকা পুরা গল্পই শেষ হয় ঠিক যেভাবে পরিচালক চায় সেভাবেই।
কিন্তু জীবন তো মুভি না। ছায়াছবির মতই ছায়াময় এই ছবির গল্প গুলা আমাদের মোহে আচ্ছন্ন করতে যথেষ্ট। কল্পনার জগতেই তারা সুন্দর কিন্তু বাস্তবতা এই রূপালী পর্দাকে হার মানায়। রূপালী পর্দার গল্প তৈরিই হয় বাস্তবতাকে অবলম্বন করে অথবা কি রকম হতে পারে তা কল্পনা করে। আর ফ্যান্টাসি বা অবাস্তব গল্পের দিকে আর গেলামই না। আমাদের জীবন অনেক লম্বা আবার অনেক ছোট কিন্তু অনেক গুলো ফ্রেম। আমাদের গ্র্যাজুয়েশন সিনেমার মত কয়েক সিনেই হয় না। আমাদের জীবনে তিন ঘন্টার মধ্যেই সব শেষ হয় না।
জীবনের অল্প অল্প করে পর্দা উন্মোচিত হয় হর্ষে, বিষাদে, সাফল্যে, ব্যর্থতায়, অভিন্নতায়, বিভিন্নতায়।
জীবন সুন্দর। 😇
Comments
Post a Comment