মানব কার্নেল
আপডেট আর আপগ্রেড।
অপারেটিং সিস্টেমের জন্য দুটো শব্দের সাথে সবাই কম বেশি পরিচিত। মানুষের জন্য মেটেফরিকভাবে বলতে গেলে আমি আপডেট আর আপগ্রেড শব্দ নিয়ে প্রায়ই কনফিউজড হয়ে যাই।
এমন খুব কমই হয় যে পাঁচ বছর আগে পিসিতে উইন্ডোজ দেখে গেছেন এখন এসে দেখেন যে ঐ একই পিসি তে ম্যাক চলতেসে। হয় না যে তা না। হতে পারে। ইউজারের টেস্ট বদলে গেসে এখন লিনাক্স ও চলতে পারে, অথবা তার কাজের রিকোয়ারমেন্টের জন্য চেঞ্জ করা লাগসে।অথবা নতুন পিসিও দেখা যেতে পারে।
মানুষ কারণে অকারণে কার্নেল বদলে ফেলতে পারে। প্রয়াত মুনীর চৌধুরী রক্তাক্ত প্রান্তরে লিখেছিলেন,"মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়"।
মানুষের ক্ষেত্রে তো মানুষ নিজের কার্নেলই বদলে ফেলতে পারে।মানুষের দেহ একটাই থাকে মৃত্যু পর্যন্ত। ভেতরের সব পরিবর্তন হয় আমাদের মন-মানসিকতায়।তার প্রতিফলন হয় আমাদের চলা- ফেয়ায়,কথা-বার্তায়,আচার-আচরণে,জীবন যাপনে।
মানুষের কার্নেল যার চেঞ্জ হয় সেটা লিনিয়ার ইকুয়েশনে চেঞ্জ হয় না। যার হয় তাদের কারো এক্সপোনেনসিয়াল হারে হয়, কারো লগারিদমিক গ্রোথে হয়। অসীমতট বাউন্ডে হয়। আর যার হয় না তার হয়ই না। তাদের শুধু আপডেট এবং আপগ্রেড হয়। কার্নেল একই থাকে।
হয়ত অপারেটিং সিস্টেমের জন্য এই দুটো শব্দের পার্থক্য আছে।
ভিতরের কার্নেল তো সব মানুষের একই।
#MIKParadox
অপারেটিং সিস্টেমের জন্য দুটো শব্দের সাথে সবাই কম বেশি পরিচিত। মানুষের জন্য মেটেফরিকভাবে বলতে গেলে আমি আপডেট আর আপগ্রেড শব্দ নিয়ে প্রায়ই কনফিউজড হয়ে যাই।
এমন খুব কমই হয় যে পাঁচ বছর আগে পিসিতে উইন্ডোজ দেখে গেছেন এখন এসে দেখেন যে ঐ একই পিসি তে ম্যাক চলতেসে। হয় না যে তা না। হতে পারে। ইউজারের টেস্ট বদলে গেসে এখন লিনাক্স ও চলতে পারে, অথবা তার কাজের রিকোয়ারমেন্টের জন্য চেঞ্জ করা লাগসে।অথবা নতুন পিসিও দেখা যেতে পারে।
মানুষ কারণে অকারণে কার্নেল বদলে ফেলতে পারে। প্রয়াত মুনীর চৌধুরী রক্তাক্ত প্রান্তরে লিখেছিলেন,"মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়"।
মানুষের ক্ষেত্রে তো মানুষ নিজের কার্নেলই বদলে ফেলতে পারে।মানুষের দেহ একটাই থাকে মৃত্যু পর্যন্ত। ভেতরের সব পরিবর্তন হয় আমাদের মন-মানসিকতায়।তার প্রতিফলন হয় আমাদের চলা- ফেয়ায়,কথা-বার্তায়,আচার-আচরণে,জীবন যাপনে।
মানুষের কার্নেল যার চেঞ্জ হয় সেটা লিনিয়ার ইকুয়েশনে চেঞ্জ হয় না। যার হয় তাদের কারো এক্সপোনেনসিয়াল হারে হয়, কারো লগারিদমিক গ্রোথে হয়। অসীমতট বাউন্ডে হয়। আর যার হয় না তার হয়ই না। তাদের শুধু আপডেট এবং আপগ্রেড হয়। কার্নেল একই থাকে।
হয়ত অপারেটিং সিস্টেমের জন্য এই দুটো শব্দের পার্থক্য আছে।
ভিতরের কার্নেল তো সব মানুষের একই।
#MIKParadox
Comments
Post a Comment