পলিমরফিক অ্যালিগরি
পৃথিবীর দুটো মানুষের গল্প কখনোই একই হয় না। হবেও না। কেউ কাউকে নিজের পাল্লায় literally মাপতে পারে না। পারবেও না। সবাই অপরকে figuratively মাপতে পারে এবং মাপে। তাই সবার গল্প সবার পছন্দ মত হোক এই আশাবাদ ব্যক্ত করি। অনেকদিন পর সেই দীর্ঘদিনের জীবনের কিছু সময়ের জন্য ফিরে যাওয়ার অনুভূতিই আলাদা। অনেকদিনের পর সেই পুরনো গল্পের পাতা উলটানো। গল্প গুলোর উদ্দেশ্য বলিঃ "তুমি আকাশ হয়ে যাও, আমি থাকি পাহারায়। তুমি ঘুম হয়ে দুচোখে দেখা, স্বপ্ন রাতের তারায়।" সেরিব্রামের পর্দায় সাজানো নিজের জমানো গল্পগুলো খুলে দেখতে ইচ্ছে করে। অনেক গল্প জমে আছে এই ছোট্ট পেরিকার্ডিয়ামের পর্দায়ও। ১)বিড়াল কেনার উদ্দেশ্যে পেটস্টোরে গেল। অনেক বিড়ালের মধ্যে রাখা দুস্ট বিড়ালের দুস্টমি দেখে সবাই খুব খুশি হল। হাত তালি দিল। প্রশংসায় ও পঞ্চমুখ সবাই। বিড়ালটাকে যে কেউই কিনবে বলে সবাই বলাবলি করল। কিন্ত চলে আসার সময় একটা ভদ্র দেখে বিড়াল কিনেই তবে ফিরল। ২)বাসায় মেহমান আসলো। বাটিতে মিষ্টি রাখা। একটা খোলা আরেকটা ঢাকনা দেয়া। দেখা গেল সবাই খোলা মিষ্টিটা দেখলেও, ঢাকনা সরিয়ে ঢেকে রাখা মিষ্টিটাই খেলো। রিয়েলিটি এইটাই ! সেলুকা...