হাতের কাছে ভরা কলস; তৃষ্ণা মিটে না!!!!
বন্ধুত্ব আসলে শুধু কাগজের আর কলমের মধ্যে সীমাবদ্ধ না, বন্ধুত্ব মানে শুধু হাতে-হাত বা কাঁধে-কাঁধ মিলানো না। বন্ধুত্ব কোন বিনি সুতার মালা না যে গেঁথে ফেললাম। বন্ধুত্বের কোন সংজ্ঞা থাকতে পারে না। এটা দুই বা ততোধিকের মধ্যে ওয়্যারলেস নেটওয়ার্ক। তবে এই নেটওয়ার্ক Ad-hoc না। বন্ধুত্ব আসলে একটা রিএকটিভ প্রোটকল glasses emoticon পৃথিবীতে অনেক ফুল ফুটে। গাছের ফুল গুলো আরো তাজা থাক। ফুল ছিঁড়ে ফেললে দুই দিন পর শুকিয়ে যাবে। গাছে থাকলে অন্ততঃ তাজা তো থাকবে। শুকনো ফুলের থেকে তাজা ফুল ভালো নয় কি? smile emoticon কিছু কমেন্ট আসলে পারসোনালিটিকে হার্ট করে। কোন ভুল না করেও ঐ ভুলে দোষী হতে খুব খারাপ লাগে।কারণ এই ভুল গুলোই একসময় সবার মনে সত্য হিসেবে দানা বাঁধে। আসল সত্য হয়ত এই মিথ্যার নিচেই চাপা পড়ে থাকবে। putnam emoticon এখন সময় চলে এসেছে। ঐসব কমেন্টকে আর কেয়ার করার মন মানসিকতা নেই।সবাই যেটা ভেবে মজা পায় বা মজা নেয় তারা মজা পাক বা নিক। # ইনশাআল্লাহ্ grin emoticon কাজ করার সময় নিজের মন মত মানুষ খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার।কিন্ত না পাওয়াটা খুবই হতাশ...