Posts

Showing posts from November, 2015

হাতের কাছে ভরা কলস; তৃষ্ণা মিটে না!!!!

বন্ধুত্ব আসলে শুধু কাগজের আর কলমের মধ্যে সীমাবদ্ধ না, বন্ধুত্ব মানে শুধু হাতে-হাত বা কাঁধে-কাঁধ মিলানো না। বন্ধুত্ব কোন বিনি সুতার মালা না যে গেঁথে ফেললাম। বন্ধুত্বের কোন সংজ্ঞা থাকতে পারে না। এটা দুই বা ততোধিকের মধ্যে ওয়্যারলেস নেটওয়ার্ক। তবে এই নেটওয়ার্ক Ad-hoc না।  বন্ধুত্ব আসলে একটা রিএকটিভ প্রোটকল  glasses emoticon   পৃথিবীতে অনেক ফুল ফুটে। গাছের ফুল গুলো আরো তাজা থাক। ফুল ছিঁড়ে  ফেললে দুই দিন পর শুকিয়ে যাবে। গাছে থাকলে অন্ততঃ তাজা তো থাকবে। শুকনো ফুলের থেকে তাজা ফুল ভালো নয় কি?  smile emoticon কিছু কমেন্ট আসলে পারসোনালিটিকে হার্ট করে। কোন ভুল না করেও ঐ ভুলে দোষী হতে খুব খারাপ লাগে।কারণ এই ভুল গুলোই একসময় সবার মনে সত্য হিসেবে দানা বাঁধে। আসল সত্য হয়ত এই মিথ্যার নিচেই চাপা পড়ে থাকবে।  putnam emoticon এখন সময় চলে এসেছে। ঐসব কমেন্টকে আর কেয়ার করার মন মানসিকতা নেই।সবাই যেটা ভেবে মজা পায় বা মজা নেয় তারা মজা পাক বা নিক। ‪#‎ ইনশাআল্লাহ্‌‬   grin emoticon   কাজ করার সময় নিজের মন মত মানুষ খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার।কিন্ত না পাওয়াটা খুবই হতাশ...

ফাহাদ ও মৎসকুমারীর গল্প( শেষ পর্ব )

                                             । ৫ । সর্দিতে মাখামাখি অবস্থা। মোছার জন্য মনের অজান্তেই পকেটে হাত দিল ফাহাদ। পেয়ে গেল খাদিজার দেয়া টাওয়েল।মনে পরল খাদিজকে নতুন টাওয়েল দিবে বলে কথা দিয়েছিল। -কি হল??? চল সূর্য ওঠার বেশি দেরী নেই। -না আমি যাব না। আমি যদি চলে যাই তাহলে আর কখনো সকালে উঠে সূর্য কে বলতে পারব না গুড মর্নিং মামা। তোমার মত সূর্যকে ভয় পেয়ে থাকতে হবে। আমার আব্বু হয়ত আমাকে বকা দিয়েছে কিন্ত উনি আমাকে হাতে ধরে ছোটবেলায় হেঁটেছেন। হোঁচট খেলে তুলে নিয়ে আবার আদর করেছেন। কান্না করায় চোখের পানি মুছে ললিপপ কিনে দিছেন। আর আম্মু!!!! উনি তো এখনো আমাকে মুখে তুলে ভাত খাইয়ে দেন যদি আমি ভাত না খেয়ে ঘুমিয়ে পড়ি। - বাহ্!!! সিধান্ত পরিবর্তন করে ফেললে এতো তাড়াতাড়ি? এখন ভালো লাগে সূর্য মামা,আব্বু-আম্মু?? - আর আমি হয়ত কিছু পারি বা না পারি তবে কথা দিয়ে কথার বরখেলাপ করি না। আমি তোমার সাথে যেতে পারব না। আমাকে আগের জায়গায় নিয়ে চল। -তোমার মত ছেলে আগের কখনো দেখি নি। ভালো...

ফাহাদ ও মৎসকুমারীর গল্প(পর্ব ২)

                                         । ৩ । রাত একটা বেজে কুড়ি মিনিট। সবাই হোটেলে ফিরে গেছে। বাহিরে কনকনে শীত। আর আছে শৈতপ্রবাহ। একটা সোয়েটার আর মাফলার নিয়ে রুম থেকে আস্তে করে বেরিয়ে এলো ফাহাদ। সবাই রুমে কম্বলের নীচে গভীর ঘুমে আচ্ছন্ন। সী-বিচে কাউকে দেখতে পেলো না। শুধু কয়েকটা কুকুর একে অপরকে তাড়া করছে আর খেলছে। সি বীচে বসার জন্য কাঠের কিছু বেঞ্চ আছে। ফাহাদ একটা দেখে হাত দিয়ে একটু ঝাড়া দিয়ে বসল। ফাহাদকে দেখে কুকুরগুলো কয়েকবার হাঁক ছাড়ল। ফাহদের মন খারাপ হয়ে গেল। জীবনের ব্যর্থতার বোঝা থেকে নিষ্পত্তি পাওার ব্যপারে সিদ্ধান্ত নিয়ে ফেলল। ফাহাদ আস্তে করে কূল ছেড়ে পানির দিকে এগিয়ে গেলো। পানি প্রচণ্ড ঠাণ্ডা। স্রোতের ঝাপ্টায় মুখে নোনা পানির স্বাদ পেল মুখে। জীবনের গ্লানি আর সহ্য হচ্ছে না। পারছেনা আর ব্যর্থতার লাগাম টেনে ধরতে। ভাবছে এই ভাবে পৃথিবীর বোঝা হয়ে থাকা আর ঠিক হচ্ছে না। ঠাণ্ডা পানিতে কোমর পর্যন্ত নেমে গেলো। আর অল্প একটু।তারপর সব ঠিকঠাক হয়ে যাবে। আব্বুর বকাও আর শ...

ফাহাদ ও মৎসকুমারীর গল্প(পর্ব ১)

                                              । ১ । ফাহাদের ভালো লাগছে না। কক্সবাজারের পথে বাস ছুটে যাচ্ছে।ফাহাদ জানালার দিকের সিটে বসে আছে। হু হু করে ঠাণ্ডা বাতাস বইছে। এইবারো রেজাল্ট ভালো হয় নি। বাসা থেকে ইচ্ছে মত বকে দিয়েছে আব্বু। আম্মু কিছুই বলে নি। আম্মুর মুখের সেই আগের হাসি এখনো আছে। তবে আম্মুর চেহারা দেখলে বোঝা যায় যে কোথাও কিছু একটা ঠিক নেই। বাসা থেকে এবার রাগ করে হলে ফিরে এসেছিল। চুল বড় রেখেছে। বাহিরে ঘোরাঘুরি প্রায় বন্ধই করে দিয়েছিল। ভার্সিটি থেকে ট্যুর দিল। ফাহাদ একটু হাফ ছেঁড়ে বাঁচল। কিন্তু এই শীতের মধ্যে এই ট্যুর ফাহাদের জন্য উল্টো বিপদের কারণ হয়ে দাঁড়ালো। বাসে উঠার এক ঘণ্টা আগে থেকেই হাঁচি আর সর্দির প্রাদুর্ভাব। কিন্তু বাসে উঠার পর হঠাৎ মাথা ঘুরতে লাগলো। পাশের সিটের বন্ধুকে অনুরোধ করে জানালার পাশে বসলো। আগের জানালার পাশে সিট পায়নি। বাসে বাকী ছেলে-মেয়েরা খুব হই হুল্লোড় করছে। কক্সবাজার ট্যুর বলে কথা!! কিন্তু ফাহাদের অসুস্থতা তাকে এই সুযোগ দিচ্ছে না। ঠা...