PG
ভাই আমি আল্লাহ্র রহমতে ১৯৯৯ থেকে রেস্লিং খেলা দেখতাম। ছোট ছিলাম বেশি বুঝতাম না। তখন মিঃ পারফেক্ট,হিটম্যান এরা খেলত। মিঃপারফেক্ট চুইঙ্গাম চাবাইত। ভালোই লাগত। তারপর আবার একটু বড় হইলাম। খালি দেখি কেইন আর আন্ডারটেকার খেলে। দেখতাম চোক স্লাম গুলা ভালোই লাগত। তারপর আসলো রক আর অস্টিন। দুইজনের খেলাই ভালো লাগত। তারা চলে গেল। খেলত ক্রিস বেনুয়া,এডি, হারডি ব্রাদার্স,ডি এক্স,জেরিকো আর ভি ডি,কারট এঙ্গেল,এজ এদের খেলা দেখতাম মজা করে। তারপর আসলো জন সিনা, সি এম পাঙ্ক, রেন্ডি এরাও খেলে কিন্তু বয়স কম। পরে ব্রক মাঝখান দিয়ে আসে আবার যায়। বিগ শো খেলে সবাই হাল্কা পাতলা খেলে। ২০১০-২০১১ আমার কাছে রেস্লিং এর চরম সময় মনে হয়। আলবেরতো, রেয় মিস্টেরিও, সিনা, পাঙ্ক, রেন্ডি, সেমাস, নেক্সাস, ড্যানিয়েল ব্রায়েন এরা অনেক গুলা ভালো ফিউড দিল। পাঙ্ক হইল চ্যাম্পিয়ন। তারপর পাঙ্ক হারাইল বেল্ট পাইলো রক তারপর সিনা তারপর রেন্ডি তারপর আর মজা পাইনা মাঝে শিল্ড চরম কিছু ম্যাচ দেখাইলো । তারপর শিল্ড ভাংলো।
এর পর থেকে যারা ম্যাচ দেখে তারা দেখে ভালো খেলে রোমান,ডিন,সেথ। সিনা,রেন্ডি ভালো খেলে না।
ব্রক হুদা সুপ্লেক্স আর F5 দিয়া জিতে আর জন সিনা খাইয়া হারে।সিনা ব্রায়ানের লাত্থি খাইয়া হারে।কেইন মাস্ক ছাড়া ঘুরে। রেন্ডি হারে আর রোমান জিতে।ডিন খালি হারে। সেথ দুর্নীতি কইরা জিতে। কেইভিন অয়েন্স সেরা।
এইসব সময়ের মানে আজকে ৩ বছর খেলা দেইখা অনেকে নিজেরে অনেক জ্ঞানী মনে কইরা নিজেরা পোস্ট দেয় অন্যদের সাথে কমেন্টে টাক্লামি করে। আগের খেলা না দেইখাই এই সব করে তাদের কেই আমার জানা মতে PG বলা হয়।
আরে ভাই এজ,পাঙ্ক রা যে ভাবে চুরি কইরা জিতত সেটাই তো দেখার মজা বাড়ায়া দিত। যারা জন সিনাকে এই ১০ বছরে ট্যাপ আউটছাড়া এখনোও পর্যন্ত থাকতে দেখে নাই,যারা শুধু রোমানের স্পিয়ার দেখে কিন্তু এজের স্পিয়ারের গুতা আর পাঙ্কের GTS বা “অ্যানাকোন্ডা ভিস” যারা দেখে নাই, যারা পাঙ্কের ম্যাকমোনের সাথে কন্টাক্ট সাইনিং দেখে নাই। যারা সিনা আর পাঙ্কের দুই একই বেল্টের কাবযাব দেখে নাই, যারা কেইনের রিঙ্গের চারকোনায় আগুন জ্বালাইতে দেখে নাই, যারা এজ এর লাডার ম্যাচ দেখে নাই, যারা সিনার চ্যাম্পিয়নশিপ রিটেইন দেখে নাই, যারা সিনার নেক্সাস কে ধ্বংস করা দেখে নাই, যারা রেন্ডির নিউ নেক্সসাস কে ধ্বংস করতে দেখে নাই। যারা অস্টিন রে বুকার–টি রে কেক বানাইতে দেখে নাই, যারা সিজারোর ঘূর্ণি দেখল কিন্তু বুকারটি এর ঘূর্ণি দেখে নাই, যারা শন মাইকেল আর আন্ডারটেকার এর ৬ বার এর কাউন্ট আউট দেখে নাই, যারা শিল্ডরে পাওয়ার বম্ব দিতে দেখে নাই, যারা নেক্সসাসরে সবাইরে পিডাইতে দেখে নাই, যারা ম্যাকমোনের সাথে ডি এক্স এর কাবযাব দেখে নাই, যারা বাতিস্তার পাওয়ার বম্ব দেখে নাই, যারা কার্ট এঙ্গেলের ব্যাক টু ব্যাক সুপ্লেক্স দেখে নাই, যারা রিকিশির ড্যান্স দেখে নাই, যারা উমাগারে দেখে নাই, যারা খালির ম্যাচ দেখে নাই, রেয় মিস্টিরিও আর আলবেরতো এর হার্ড কোর ম্যাচ দেখে নাই, সিনা রেন্ডির আই কুইট ম্যাচ দেখে নাই, স্ম্যাকডাউন vs র দেখে নাই, WWE champ vs WHC champ ম্যাচ দেখে নাই, বিগ শো আর মার্ক হেনরির রিং ভাইঙ্গা পইরা থাকতে দেখে নাই যারা অস্টিনরে বিয়ার এর ক্যানে ক্যানে বারি দিতে দেখে নাই, যারা HHH রে পানি মুখ দিয়ে উড়াইতে দেখে নাই, যারা শন মাইকেলরে চাপায় লাত্থি দিতে দেখে নাই,যারা পাঙ্ক-জেরিকো,পাঙ্ক-ব্রক, সিনা-ব্রক এক্সট্রিম রুলস ব্লাডি ম্যাচ দেখে নাই, সিনা-JBL ব্লাডি আই কুইট ম্যাচ দেখে নাই, যারা শিল্ড- পাঙ্ক ম্যাচ দেখে নাই, যারা ভালো রেস্লারদের নতুন রেস্লাদের কাছে হারতে দেখে নাই,যারা হগেন রে রাগে গেঞ্জি ছিঁড়তে দেখে নাই তারাই আসল PG
----- Mohammad Abdur Rahman
Comments
Post a Comment