কিছু মানুষ

কিছু মানুষ একটু বেশি বোঝে। একটু না অনেক বেশিই বোঝে। অন্যের উপকার তো করতে গিয়েও পারেই না,উল্টো তাদের পাকা ধানে মই দিয়ে আসে।
কিছু মানুষ বেশি কথা বলে।তাদের কাজ থাকে কম, কথা থাকে বেশি।
কিছু মানুষ সোজা রাস্তা রেখে মনে হয় বাঁকা রাস্তায় হাঁটে।
কিছু মানুষ কিছু ভালো মানুষের চোখে পানি আনে।না না আনন্দের পানি না, কষ্টের বাঁধ ভাঙ্গা পানি।
কিছু মানুষ সাজানো ঘরকে অগোছালো করে দেয় একটু নতুন করে সাজাতে গিয়ে।
কিছু মানুষ ভালো মনের মানুষদের মেজাজ খারাপ করে দেয়।
কিছু মানুষ দৌড়াতে গিয়ে পরে পা ভেঙ্গে ফেলে আর বাকিরা হাতে তালি বাজায়।
কিছু মানুষ অন্যের শুকনো পরে থাকা বাগানে পানি দিয়ে নতুন চারা গজাতে চায়।
কিছু মানুষ সমাজে অসামাজিক হয়ে যায়। 
কিছু মানুষ বন্ধুদের ছেড়ে দূরে চলে যায়। 
কিছু মানুষ স্বপ্ন দেখাতে ভালো পটু কিন্তু বাস্তবায়ন করতে পারে না।
কিছু মানুষ অনেক কিছু মনে রাখে, সহজে ভুলে না। 
কিছু মানুষ ভুলে যায় যে সে একটা সাধারণ মানুষই। 

এই কিছু মানুষ কে অনেক সময় আয়নায় তাকালেই দেখি।
"কত রুটি আইলো গেলো রইল শুধু পাউরুটি" 

©মোহাম্মদ ইব্রাহিম খলিল 

Comments

Popular posts from this blog

Champion

Set theory!

একেবারে পুঙ্খানুপুঙ্খ সব কিন্তু কুরআনে সরাসরি পাবেন না