Posts

Showing posts from January, 2024

Quran (42:50) কি বলে?

Image
আপনি সূরা আশ-শুয়ারা (42:50) এর প্রকাশিত কিছু  ইংরেজি অনুবাদ আছে বিভিন্ন সাইটে/ আর্টিকেলেও বিভিন্ন ব্যাক্তি থেকে পাওয়া যারা অভিজ্ঞ সেগুলো আমার দৃষ্টিতে সংশোধনযোগ্য হবে কেননা সঠিক অনুবাদ করা হয় নি। আপনি যেহেতু এই বিষয়টি নিয়ে পড়াশনাতে সময় দিয়েছেন তাই আপনাকে অনুরোধ করবো যদি আমার প্রস্তাবটি বিবেচনা করে দেখেন। আয়াতটি হচ্ছেঃ أَوۡ يُزَوِّجُهُمۡ ذُكۡرَانٗا وَإِنَٰثٗاۖ وَيَجۡعَلُ مَن يَشَآءُ عَقِيمًاۚ إِنَّهُۥ عَلِيمٞ قَدِيرٞ https://quran.com/42/50 এই লিঙ্ক থেকে আপনি শব্দে শব্দে আরবী থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড ইংরেজী ট্রান্সলেশন পাবেন। আরেকটি লিঙ্ক দিচ্ছি ভাই, https://myislam.org/surah-shura/ayat-50/ এই লিঙ্ক থেকেও আপনি মাউস হোভার করলে আপনি শব্দে শব্দে আরবী থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড ইংরেজী ট্রান্সলেশন পাবেন। এখানে, أَوۡ = "or" وَ = "and" يُزَوِّجُهُمۡ = "He grants them" يَجۡعَلُ = "He makes" এখানে উল্লেখ্য যে যখন ছেলে এবং মেয়ে উভয় কে দেয়ার কথা আল্লাহ্‌ মেনশন করেছেন তখন ব্যবহার করেছেন يُزَوِّجُهُمۡ "He grants them" যেমন আমাদের আব্বু আম্মুর ছেলে মেয়ে দ...

একেবারে পুঙ্খানুপুঙ্খ সব কিন্তু কুরআনে সরাসরি পাবেন না

আল্লাহ্‌ তায়লা কোরানে বলেছেন যে যারা চিন্তা-ভাবনা করে তাদের জন্য কোরানে নিদর্শন আছে। আমাদের মুসলমানদের অনেকেই কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না। আল্লাহ্‌ আমাদের মুসলমানদের অনেকেই কুরআন নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দিবেন ইনশা আল্লাহ্‌। ব্যাপারটা কি জানেনে ডাইনোসর বা এলিয়েনের এর কথাও কিন্তু কুরআনে সরাসরি নেই। এমনকি হাদিসেও সরাসরি নেই।   এই ব্যাপারের একটা সুন্দর ভিডিও পেয়েছি (https://www.facebook.com/imamuzairakbar/videos/1263362351200892/) কুরআন হচ্ছে আল্লাহ্‌ তায়লার পক্ষ থেকে গাইডেন্স। এই গাইডেন্স এর সাথে রিলেটেড যা কিছু আছে সে গুলোই কুরআনে আছে। একেবারে পুঙ্খানুপুঙ্খ সব কিন্তু কুরআনে সরাসরি পাবেন না। কুরআন থেকে এবং হাদিস থেকে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে উদ্ভূত সমস্যা এর সমাধানের জন্যই ফীকহ শাস্ত্রের জন্ম। https://bn.wikipedia.org/wiki/ফিকহ   তবে আল্লাহ্‌ বলেছেন কুরানের একাধিক আয়াতে (আগের পরের আয়াত পড়লে কন্টেক্সট বুঝতে পারা যায় ভালো করে) সূরা নাহলের ৮ নম্বর আয়াতে ˹He also created˺ horses, mules, and donkeys for your transportation and adornment. And He creates what you do not kn...