কথা
মানুষের জীবনে যে বিষয়টা গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে সেটা হচ্ছে 'কথা'।
এই কথার শক্তি অনেক বেশি, ধার অনেক বেশি। কচ কচ করে কেটে ফেলে, ঝাঁজরা করে ফেলে, দাগ বসিয়ে দেয়। এই কথাই আমাদের আকাশ ফুঁড়ে মহাকাশে উঠায়, মাটি ফেড়ে পাতালে নামায়। কথা আমাদের উড়ায়, ডুবায়, ভাসায়, পেটায়, প্রশমন ঘটায়।
কথা উপর থেকে ছুঁড়ে ফেলে দেয়, নিচের থেকে টেনে উপরে উঠায়। কথার মাঝে মোহ থাকে; কথার ইন্দ্রজালে মোহাচ্ছন করে রাখে। কথার মধ্যে মায়া আছে, আটকে রাখে। কথার মধ্যে দড়ি আছে, শক্ত করে বেঁধে রাখে। কথা জেতায়, কথা হারায়। কথা বাঁচায়, কথায় সব শেষ হয়ে যায়।
কথায় জয় হয়, কথায় ক্ষয়। যে কথা আমরা বেছে নেই সেটাই আমাদের পথের পাথেয় হয়। কথা দিয়ে কথা রাখতে হয় আবার রাখাতে পারা যায়না।
একটি প্রচলিত বাক্য রয়েছে, ''কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে, কিন্তু কি বলা উচিত নয় এবং কোথায় কি বলতে হবে তা জানতে লাগে সারাজীবন।''
আমাদের বলা কথার মাধ্যমে আমাদের দেয়া কথার মাধ্যমেই আমরা বেঁচে থাকি। আমরা নিজেরা নিজেকে অনেক অল্প পরিসরে দেখি। "The closer you look the less you see." নিজের পরিসর নিজে খুঁজে না পেলে অন্যে কিভাবে মেপে দিবে!
কথায় কথা বাড়ে। কথার পিঠে কথা। কথামালা তে এখানেই ইতি টানাই শ্রেয়। জীবনে মোড় ঘোরাতে একটি কথাই যথেষ্ট।
#MIKParadox
Comments
Post a Comment