Posts

Showing posts from March, 2019

মানব কার্নেল

আপডেট আর আপগ্রেড। অপারেটিং সিস্টেমের জন্য দুটো শব্দের সাথে সবাই কম বেশি পরিচিত। মানুষের জন্য মেটেফরিকভাবে বলতে গেলে আমি আপডেট আর আপগ্রেড শব্দ নিয়ে প্রায়ই কনফিউজড হয়ে যাই। এমন খুব কমই হয় যে পাঁচ বছর আগে পিসিতে উইন্ডোজ দেখে গেছেন এখন এসে দেখেন যে ঐ একই পিসি তে ম্যাক চলতেসে। হয় না যে তা না। হতে পারে। ইউজারের টেস্ট বদলে গেসে এখন লিনাক্স ও চলতে পারে, অথবা তার কাজের রিকোয়ারমেন্টের জন্য চেঞ্জ করা লাগসে।অথবা নতুন পিসিও দেখা যেতে পারে। মানুষ কারণে অকারণে কার্নেল বদলে ফেলতে পারে। প্রয়াত মুনীর চৌধুরী রক্তাক্ত প্রান্তরে লিখেছিলেন,"মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়"। মানুষের ক্ষেত্রে তো মানুষ নিজের কার্নেলই বদলে ফেলতে পারে।মানুষের দেহ একটাই থাকে মৃত্যু পর্যন্ত। ভেতরের সব পরিবর্তন হয় আমাদের মন-মানসিকতায়।তার প্রতিফলন হয় আমাদের চলা- ফেয়ায়,কথা-বার্তায়,আচার-আচরণে,জীবন যাপনে। মানুষের কার্নেল যার চেঞ্জ হয় সেটা লিনিয়ার ইকুয়েশনে চেঞ্জ হয় না। যার হয় তাদের কারো এক্সপোনেনসিয়াল হারে হয়, কারো লগারিদমিক গ্রোথে হয়। অসীমতট বাউন্ডে হয়। আর যার হয়...

জীবন ক্যানভাস

আমাদের জীবনকে উপস্থাপন করার ক্ষেত্রে একটা মেটাফরিকাল গল্প আমার বলতে খুব ভালো লাগে। জীবনটা দৈর্ঘ্য-প্রস্থর ছবি আঁকার সাদা ক্যানভাসের মত। আমরা এর মেজারমেন্ট টা জানি না। আমরা ক্যানভাসের হাতের বাম দিকের একেবারে শেষ (০,০) পজিশন থেকে ছবি আঁকা বা রঙতুলি দিয়ে রঙ করা শুরু করি। বিধাতা আমাদের কে বিভিন্ন রকমের রঙের কালেকশন দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো আমরা নিজেরদের রঙ দিয়ে কেউ নিজেদের ক্যানভাসে রঙ করতে পারবো না। সবসময় এই রঙগুলো অন্য কারো ক্যানভাসে রঙের জন্য। এইরকমভাবে সবাই অন্যদেরটা রঙ করলে সবার ক্যানভাস ই রঙিন হবার কথা। নিজের ক্যানভাসে তুলির আঁচড় দিতে হলে অন্যের থেকে পাওয়া রঙতুলির আঁচড়ের অপেক্ষায় থাকতে হবে। কেউ সরাসরি রঙ করে, কেউ পেন্সিলের আউটলাইন করে তাতে রঙ ব্যবহার করে। কারো ক্যানভাস সাদাকালোই রয়ে যায়। কারো একেবারেই সাদা। কারো বাহারি ডিজাইন, কারো বাহারি রঙের সমাহার। এই নিজের ক্যানভাসকে রঙ এ রঙিন করতে করতে কেউ কেউ জীবনের প্রস্থ পর্যন্ত চলে যায়। তখন জীবনের দৈর্ঘ্য বরাবর সে আঁকতে থাকে। ক্যানভাসের পঁটে ছবি আমার কিন্ত তুলির আঁচড় অন্যের! ব্যাপারটা এমনি দাঁড়ায় যে, অন্যে আপনার ক্যানভাস রঙ ক...