Posts

Showing posts from June, 2018

অতীতের ভুল!

ভালো ব্যপারটিকে ভালো বলতে এবং সেই সাথে তাকে সমর্থন করতে আমি পছন্দ করি। তবে আমার সহমতের সাথে দ্বিমত পোষণ করায়ও কোন ভুল দেখি না, যদি আমার কাছে অন্য কোন ব্যাখ্যাও পছন্দনীয় হয়। "অতীতের ভুল" নিয়ে আমার অবস্থান কিছুটা অন্যরকম। আমাদের সাথে যা ঘটে বা যা ঘটবে তার জন্য কিন্তু বলা যায় যে আমরাই সেগুলো ঘটাই। আমাদের কৃতকর্মই আমাদের অতীত আর ভবিষ্যৎ কে ডিফাইন করে। আমাদের সময়, প্যাশন, টাকা পয়সা অনেক বেশি করে তথাকথিত " অতীতের ভুল" এর পিছনে ব্যয় করার যে ব্যপারটি সেটা একরকম মনস্তাত্ত্বিক ব্যাপার। আমাদের সময়ের সাথে যা যা প্রয়োজনীয় হয়, সময় আমাদেরকে সেগুলো খুঁজে দেয় অথবা আমরা খুঁজে নেই। এইখানে অভ্যস্ত হয়ে যাবার একটা ব্যাপার থাকে। আবার হুট করে সরে আসারও একটা অবস্থান আমাদের আছে। আমরা আসলে ঐটাই বেশি প্রাধান্য দেই যেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হই ঐ সাময়িক সময়ের জন্য। জীবন টা কখনোই খুব সহজ না কারো জন্য। আমরা হিংসা আর ঈর্ষার পার্থক্য ই করতে চাই না। কাউকে আমরা সময় যখন দেই তখন তার সাথে সময়টুকু গুরুত্বপূর্ণ ভেবেই দেই। এখন সেই ভাবাটাই করো দৃষ্টিতে ভুল আবার তার দৃষ্টিতে সঠিক। আমরা খুবই ...

আগডুম বাগডুম

আমাদের অনেক গুলো ডিঙি নৌকা এক অকূল পাথারে। আমরা পরীক্ষা করি, চেষ্টা করি। জোয়ার-ভাটার সময় অপেক্ষা করি। পাল বুনি , নতুন বা পুরান নৌকা পাড়ে ভিড়াতে দেশ বিদেশ ঘুরি। জমিতে ফসলের আবাদে ইচ্ছুক আমরা। বীজ বপ্পন করি বা না করি, ফসলের আশা করি। জমিতে সেচ দেই, সার দেই। ফসল ফললে উদযাপন করি। না ফললে গাল দেই ইচ্ছেমত করে। আমাদের জীবনের অনেকটা সময়ই যায় অন্যের জীবন নকল করে করে চলতে। একবার এর তো আরেকবার ওর। নিজের জীবনে আবার ফিরে আসি অন্যের জীবনে চলতে ফিরতে বিরক্ত হয়ে গেলে। কিন্তু একসময় বার বার এইরকম নকল করতে করতে নিজেরটা হারিয়ে ফেলি। তখন বার বার নকল করেই চলতে হয়। নিজেরটা হারিয়ে খুঁজি, অন্যের জীবন যাপন করি। চড়ুই কেন লাফিয়ে চলে আমরা তো জানিই! আমাদের হাতে গোনা নাটাই আর বেবাক ঘুড়ি। সুতায় মাঞ্জা দেই সময় করে হাত কেটে। কত উপরে যায় ঘুড়ি খুব অাগ্রহ করে দেখি। বাকাট্টা হলে আবার নতুন করে ঘুড়ির সুতো লাগাই। আমরা মানুষ দেয়াল গড়ি, আমরাই দেয়াল গুড়িয়ে দেই। কনক্রিট আর পাথর দিয়ে দেয়াল মজবুত করে বানাই, ডিনামাইট বা মাইনিং ব্যবহার করে ধুলিসাৎ করে ফেলতে পারি। দেয়ালের অনেক ক্ষমতা। দেয়ালের নিজের আর দেয়ালের ওপর।  আমাদের আশেপা...