অতীতের ভুল!
ভালো ব্যপারটিকে ভালো বলতে এবং সেই সাথে তাকে সমর্থন করতে আমি পছন্দ করি। তবে আমার সহমতের সাথে দ্বিমত পোষণ করায়ও কোন ভুল দেখি না, যদি আমার কাছে অন্য কোন ব্যাখ্যাও পছন্দনীয় হয়। "অতীতের ভুল" নিয়ে আমার অবস্থান কিছুটা অন্যরকম। আমাদের সাথে যা ঘটে বা যা ঘটবে তার জন্য কিন্তু বলা যায় যে আমরাই সেগুলো ঘটাই। আমাদের কৃতকর্মই আমাদের অতীত আর ভবিষ্যৎ কে ডিফাইন করে। আমাদের সময়, প্যাশন, টাকা পয়সা অনেক বেশি করে তথাকথিত " অতীতের ভুল" এর পিছনে ব্যয় করার যে ব্যপারটি সেটা একরকম মনস্তাত্ত্বিক ব্যাপার। আমাদের সময়ের সাথে যা যা প্রয়োজনীয় হয়, সময় আমাদেরকে সেগুলো খুঁজে দেয় অথবা আমরা খুঁজে নেই। এইখানে অভ্যস্ত হয়ে যাবার একটা ব্যাপার থাকে। আবার হুট করে সরে আসারও একটা অবস্থান আমাদের আছে। আমরা আসলে ঐটাই বেশি প্রাধান্য দেই যেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হই ঐ সাময়িক সময়ের জন্য। জীবন টা কখনোই খুব সহজ না কারো জন্য। আমরা হিংসা আর ঈর্ষার পার্থক্য ই করতে চাই না। কাউকে আমরা সময় যখন দেই তখন তার সাথে সময়টুকু গুরুত্বপূর্ণ ভেবেই দেই। এখন সেই ভাবাটাই করো দৃষ্টিতে ভুল আবার তার দৃষ্টিতে সঠিক। আমরা খুবই ...