ভাবনা
গুনীজন কহেন,"ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।" কিছু পাবার আশাতেই আমাদের কিছু ছেড়ে দিতে হয়। কিছু ছেড়ে দিতেই আমাদের কিছু পেতে হয়।Bottleneck এর ক্ষেত্রে scheduling খুবই গুরুত্বপূর্ণ আর Deadlock থেকে সরে আসতে Handover/Handoff এর বিকল্প খুব কমই থাকে। জীবনের সিদ্ধান্তগুলো আসলে একটা পয়েন্ট বা গোল ওরিয়েন্টেড থাকে একেক ক্ষেত্রে। কিছু ব্যাপার ইনটুইশন এর উপর নির্ভর করেই আগাতে হয়। একটা কথাই উল্লেখ করতে চাই, "Rome wasn't built in a day." কারো উপকার করতে না পারলে তার অপকার করা ঠিক না। যার যার ভাগ্য তার তার। কেউ কারো ভাগ্য না পারে গড়ে দিতে না পারে ছিনিয়ে নিতে। সবার সাথে সবার ভাগ্য জড়িত। সবার ভাগ্য একই সুতোয় গাঁথা। Sometimes we have to do some wrong to make some right. Break some old to make some new. Reject some new to keep some old. Left some opportunities to achieve more than that extent. Whatever we do in this world, we are nothing but a dead meat after we die. So we have to make history whatever it takes. The examples are only for giving purpose, not to be forgo...