Posts

Showing posts from March, 2017

মনের আকাশে মেঘ

অল্প এই জীবনের মানে খুঁজতে খুঁজতে জীবনই শেষ হয়ে যায়। মানে আর বোঝা হয় না। আমরা প্রতিনিয়ত আমাদের আশাপাশের মানুষের সাথে মন ভাঙ্গাগড়ার খেলায় মেতে আছি।যে মানুষগুলোকে অল্পতেই অবাক করা যায় খুব সহজে, তাদের মন খারাপও অল্পতেই খুব সহজে হয়ে যায়। যাদের অবাক হতে যত দেরী হয় তাদের মন খারপও তত দেরীতে হয়। মানুষের এই হিউম্যান সাইকোলোজী কোন রকেট সাইন্স না। একটু ভেবে দেখলেই বোঝা যায়। আমাদের এই ব্যাস্ততার ভীড়ে আর বোঝা হয়ে উঠে না। কিছু মানুষ খুব সহজেই সবার মন ভালো করে দিতে পারে। তাদের মন হয়ত আকাশের চেয়েও বিশাল। তাদের কথা গুলোতে মনের আকাশের কষ্টের কালো মেঘগুলো সব বৃষ্টি ঝরে পড়ে আস্তে আস্তে দূর হয়ে যায়। মন হয় আলোকিত। তারা ডুবুরী নৌকার মত কষ্টের সাগরে ডুবে থাকা মানুষকে উদ্ধার করে নিয়ে আসে।মানুষগুলোকে খুঁজে পেতে আমাদের খুব কষ্ট হয় না। আমাদের মনের আকাশে কষ্টের মেঘ এতো এতো বেশি থাকে যে আমরা সেগুলোকে দূর করার মত মানসিকতা রাখি না। ভেবে যাই যে এই মেঘ থেকে কখনোই বৃষ্টি হবে না। এই মেঘ দূর হবে না। কিছু মানুষ খুব সহজেই আবার মন খারাপ করে দিতে পারে। মনের পরিষ্কার আকাশে নিয়ে আসে হঠাৎ ঝড়ের মত কালো মেঘ। এই মেঘে বৃষ্টি ন...

The Secrete

The Secrete What do you think? About your future? Can you prosper in life Without any adventure? Study more, learn more, Work hard as far; Success will knock, Without any war. Tell truth every time, Be discipline on your life. Industry is the key to success, Bring it to your mind. Oil your own machine, Mind it all time.

What lasts so long?

It's so tough to alter traditional definition.But one day it will be cocksure.What lasts so long?Everything changes with the time.I,you,we,all.So what's wrong with the definitions?As we update or upgrade software/products.Like that if proper and legit development or improvement found,it should be altered. But the main problem is with the inference and measurement metrics.Donn figure it out yet and actually it is not quite possible to know what extent is appropriate for proper judgement.But the situation we have is to go with the going. If there is any possibility of changing,it will happen for sure by nature.As nature demands what,nature gets that.If it's something radical none can change but if it's not filled with purity, the change is coming. #MIKParadox

Why encase?

Don't put your faith on something that will disappoint you cocksure.People like despair but not disappointment.Despair doesn't hurt,disappointment does.One day I born simple and I will die same.Why encase? Whining won't change the past and never gonna erase.It is always what it is.When we buy,we have to pay.So we should be conscious of what we are buying.Sometimes we got careless and we find out that what have we done.But then we have nothing to change except compensation.We can not rewrite that has already written. Finally we are in the conclusion that if we pray for rain we have to be sure about dealing with mud.Otherwise we pay our debt. We owe time.Time didn't owe us. # MIKParadox

হোক পথচলা

সম্পর্কগুলো একেকটা সিকিউরিটি প্রোটোকল এর অনুরূপ। অথেন্টিকেশন আর অথোরাইজেশন এর মাধ্যমেই এখনো টিকে আছে। এনক্রিপসনের প্রয়োজন হচ্ছে না। কিন্ত সম্পর্কে প্রোটোকল ম্যান্টেইন করে চললেই ভালো হয়। প্রোটোকল না ভাঙ্গাই বেটার। সবকিছুই ওপেন সোর্স এখন।  বাহিরের চাকচিক্যের লোভে লোভী সবাই। পোশাক বদলে দাও,লোক বদলে যাবে। শেখ সাদী ভুল বলেননি। ভালো লাগে সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে। পৃথিবীটা তখনই রঙ্গিন লাগে যখন এই বর্ণহীন জীবনেও সবাই রঙ ছড়িয়ে দিয়ে রঙ্গিন করে দেয়। আমাদের চারপাশের পরিবেশে থেকে নিজেকে আলাদা ভাবে দেখার কোন সুযোগ নেই। তাই নিজেকে সবসময়ই সবার মাঝে খুঁজে নিতে হয়। সবার আনন্দ-বেদনার মাঝে নিজেকে গুছিয়ে রাখার নামই জীবন। আর জীবন প্রবাহমান।  হোক পথচলা। আমরা মানুষ পাখির মত।শুধু উড়াউড়ির উপরেই থাকি। আমাদের নীড় থাকে। দিনশেষে নীড়ে ফিরি। দিনের শুরুতে আবার বাহিরে বের হই। খানিক সময় বসি, হাঁটি, লাফাই, খাই, ঝিমাই,উড়ি। এইভাবেই দিন রাত কেটে যায়। তবে মানুষ একটা বিশেষ রকমের পাখি। এই পাখির সূর্য ডুবলেও দিনের মতই জীবন যাপন করতে হয়। স্বপ্ন দেখতে হয়। সুন্দর একটা নীড় গড়ার স্বপ্ন।  অনেক পাখি আকাশে উড়ছে ...