আত্মিকভাবে লাভবান
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ নিজ দায়িত্বে পড়ুন এবং জেনে বুঝে তারপর নিজের বিবেক কাজে লাগিয়ে সঠিক মনে হলে তখনই প্রয়োগ করুন। অন্যথায় আপনার মতই থাকুন। মানুষ হিসেবে আমাদের অনেক দায়িত্ব পালন করতে হয়। কখনো নিষ্ঠুর আবার কখনো ভালবাসায় গদগদ হতে হয়। আমাদের আশাপাশের মানুষদের জন্য হয়ত আমাদের কিছু দায়িত্ব রয়ে যায়। সেটা হতে পারে পরিবারের সদস্যদের প্রতি, হতে পারে বন্ধুদের প্রতি, হতে পারে কাছের জানাশোনা মানুষদের প্রতি, সেটা হতে পারে একেবারে অচেনা মানুষের প্রতি। প্রশ্ন হল দায়িত্বটা কিসের ভাই? বা কখন? দায়িত্বটা হল যখন তারা ভুল পথে হেঁটে যাচ্ছে বলে আপনার কাছে মনে হবে তখনই তাকে সতর্ক করে দেয়টা। তবে পূর্বশর্ত হল যে, এক:ঐ বিপদে পড়ে যদি আপনি ভুক্তভোগী হয়ে থাকেন শুধুমাত্র তখনই। এবং দুই:শুধুমাত্র আপনার দৃষ্টিভঙ্গিতে নয় পাশাপাশি যদি আরো দশজনের দৃষ্টিভঙ্গিতে জানা যায় যে সে বিপদে পড়তে যাচ্ছে তখন।[বুঝে নিলেন যে আপনার দৃষ্টিভঙ্গি সঠিক ছিল] তবে সাবধান! গায়ে পড়ে কখনোই নয় যদি না উপরের ঐ দুইটির একটি শর্তও পূরণ না করে থাকে। এটা আপনার একটা নৈতিক দায়িত্ব মানুষ হিসেবে। এইধরনের বিপদ থেকে কাউকে উদ্ধার ক...