কথামালা
সম্পর্কগুলো
সাগরপাড়ের বালুর মত। বালুর টিবিগুলো সাগরের ঢেউ এর আঘাতে ভেঙ্গে যায়,ভিজে যায়। আবার সাগরের ধুয়ে যাওয়া স্মৃতি থেকে যায় এই ভেজা
বালুচরে।একটু অন্যরকম পথে হাটলেই সবাই
অন্যচোখে দেখা শুরু করে।এত সহজ না অন্যপথে হাটা। অন্যপথে হাঁটতে অনেক কিছু ত্যাগ
করতে হয়। লোকের কথা শুনতে হয়। অনেক কাঠখড় পোড়াতে হয়।রোম শহর কি আর এক দিনে হয়েছিল?
ইচ্ছায়
হোক বা অনিচ্ছায় হোক বর্তমানে মেনে নিতে না চাইলেও,দিনশেষে
কিন্তু ঠিকই মেনে নিতে হবে।মানুষটা একটু বোকাসোকা।কারো সাথে খুব ভালো ব্যবহার করায়,সরলতাকে দুর্বলতা ভাবাটা ভুল। খুব কম মানুষের কাছে আশা করা যায়। যদি
তারা ভুল করে থাকে তবুও। কারণ তারাই হয়ত আশা পূরণ করে।একটু জটিলভাবে হিসেব করতে
ভালোবাসি। সরল হিসাবে একটু অপটু।তবে ঠিকঠাক পারি কিছুটা। জটিল মানুষদের জন্য সবার
ভবিষ্যৎবাণী করা ঠিক না। অন্যরকম ভাবে জীবনকে দেখি তবে সেটা বাস্তবতা বিবর্জিত না।
বাস্তবে থেকেই বাস্তবের লাগাম ধরেই স্বপ্ন দেখি। অন্যরকম কিছু করার।
আনপ্রেডিক্টেবল। অন্যরকম কিছু করায় মজা আছে। সবাই করতে পারে না। খুব ভালো লাগে যখন
জীবনের খাতায় কিছু অভিজ্ঞতা যোগ হয়। নতুন কিছু করার। নতুন কিছু জানার। আগের ভুল
গুলোকে কাছ থেকে দেখার। ভুল থেকে শিক্ষা নেয়ার। নতুন কিছুর জন্য স্বপ্ন দেখার।
সবার সাথে নিজেকে মেলাতে ভালো লাগে না। সবার মত হতে ইচ্ছেও করে না। নিজের মত থাকার
মাঝেই শান্তি খুঁজে নেই। কে কি ভাববে তাতে খুব কমই আসবে যাবে। তারপরও পৃথিবীতে
লোকের মুখেই জয়, লোকের মুখেই ক্ষয়। তবে আমি কি করলাম
সেইটাই মুখ্য। লোকের কথা কিছুই নয়। জীবনটা আমার বাবা মায়ের দেয়া উপহার। নিজের মন
মতই খেলে যাব জীবনের মাঠে। খেলা হবে।
মেঘমুক্ত
তারাভরা আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে থাকা কিশোরের মায়ের কাছে করা অলীক আবদারেও
সম্মতি পাওয়া যায়।
#MIKParadox
Comments
Post a Comment