বকবক
একটু বাজে বকি.........কেমন?
*******
ধানের বস্তায় সবসময় চিটা ধান থাকেই।বাজার থেকে কিনে আনা চালে/ডালে পাথর থাকবেই। সব ভালো কিছুর মধ্যে কিছু খারাপ কেন যেন থাকেই। সফল ব্যক্তিদের মাঝে মাঝে কেন যেন কিছু ছোট ব্যর্থতার গল্প থাকেই। শচীন টেন্ডুলকার অনেক বিখ্যাত ব্যাটসম্যান। তার রেকর্ডের জুড়ি মেলা ভার।
কিন্তু তার রানের খাতায় কোন ইনিংসে যেমন ২০০* আছে তেমনো ০(শুন্য) ও আছে।আন্তর্জাতিক পর্যায়ের সকল ব্যাটসম্যানের কোন না কোন ইনিংসে শুন্য রান আছেই।সময় খুব কম। রেডি ফর অ্যাকশন। দুই একটা শূন্য টেন্ডুলকারের ২০০* কে কিছুই করতে পারবে না। প্রত্যেক সফল মানুষের জীবনের অল্প ব্যর্থতা কিছুই না যদি সেই ব্যর্থতা অনিচ্ছাকৃত হয়ে থাকে। কোন ব্যাটসম্যানই শূন্য মারার জন্য ক্রিজে নামে না।আর ইচ্ছা করে শূন্য মারেও না।
তাই সেইসব শুন্য শুন্যই থাক। সেই গুলার জন্য দুঃখ না করি।
*******
কাউকে কন্টিনিউয়াস পেইনদিলে সে একদিন পেইন ব্যাক করবেই সেটা দুষ্টামির ছলেই হোক বা রিয়েলেই হোক। ভালো তো ভালো না। পেইন ফর পেইন। অপমান ফর অপমান। ন্যাগ্লেক্ট ফর ন্যাগ্লেক্ট। টিট ফর
ট্যাট। যারা সময় মত ব্যাক দিচ্ছে তাদের ধন্যবাদ। ব্যাক পাওয়ার জন্য ওয়েট করতে
ছিলাম। লেনদেন ক্লিয়ার করতে হবে না!!!!
সময় খুব কম।
*******
খ্যাতি হল আগুনের মত।শীতকালে সবাই এই আগুনের কাছেই ওম নিতে আসে আবার এই আগুনের ভয়েই সবাই আগুন থেকে দূরে থাকে।আগুন নিয়ে খেলা করা উচিত না। পুড়ে যাবার আশঙ্কা আছে। নিজে পোড়ার এবং অন্যকে পোড়ানোর। মানুষ আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে।অল্প অল্প করে। আগুন জ্বলে এবং জ্বালায়।
*******
কিছু পরিস্থিতি মানুষকে আর মানুষ থাকতে দেয় না। পাথর হয়ে যায় তারা, যারা পরিস্থিতির সম্মুখীন হয়ে বেঁচে থাকে। তাদের অন্তরে কোন মনুষ্যত্ব আর অবশিষ্ট থাকে না। তারা স্বার্থপর হয়ে যায়। আপন-পর ভুলে যায়। ভুলে যায় তার অরিজিন। বাস্তবের কাছে হার মানে ছায়াছবির কাহিনী।
*******
অনেক উপরে উঠলে যেমন আশে পাশে কাউকে পাওয়া যায় না ঠিক তেমনি নীচে তাকালেও কাউকে দেখা যায় না। একদিকে ভালোই হয় নির্ভরশীলতা কমে যায়। কারণ নির্ভার করার মত কেউই তো আশে পাশে নাই। তাই তখন ইচ্ছে মত বিচরণ করা যায়। স্বাধীনভাবে।
*******
যাদের স্বপ্ন সত্যি হয় তারাই কি শুধু স্বপ্ন দেখানোর অধিকার রাখে? যারা পারেনি তারা কি স্বপ্ন দেখাতে পারে না? না কি না পারার জন্য তাদের স্বপ্ন দেখা নতুন করে শিখতে হবে ?
*******
কমিটমেন্ট করা অনেক সহজ।কিন্তু সত্যিকারের কমিটমেন্ট করা অনেক কঠিন। এক কমিটমেন্ট যেমন গড়তে পারে ঠিক ভাংগতেও পারে। তাই সাবধানে কমিটমেন্ট করা সবার উচিৎ।
*******
পরীক্ষা একটা চরম জিনিষ।পরীক্ষা না থাকলে যোগ্যতার বিচার করা যেত না। উপযুক্ত মানুষ পাওয়া যেত না। পরীক্ষা করে বুঝা যায় যে আসলে কুপের গভীরতা কেমন।কিছু মানুষ কাকের মত চোখ বন্ধ করে সাবান নিয়ে উড়ে পালায় আর ভাবে কেউ কিছু দেখছে না। কিন্তু ভুলে যায় যে পৃথিবীটা গোল। কিছু মানুষ বাঘবন্দী খেলা খেলতে চায়।ভুলে যায় সেও একজন খেলোয়াড় মাত্র।
*******
কিছু কষ্ট মনের গহীনেই লুকানো থাকে। না পারা যায় বন্ধুদের কাছে শেয়ার করা,না পারা যায় কাছের মানুষের কাঁধে মাথা রেখে বলা। না পারা যায় মেনে নেয়া, না পারা যায় ভুলে যাওয়া।
স্বামী পারে না স্ত্রীকে বোঝাতে। সন্তান পারে না মাকে বোঝাতে। বন্ধু পারে না
বন্ধুকে বোঝাতে। শুধু বয়ে বেড়াতে হয় কষ্ট। নিজের আর সৃষ্টিকর্তার মধ্যে নিয়ে।
জীবনের মধ্যে লুকানো এই রকম হাজারো কষ্ট নিয়েই বেঁচে থাকতে হয়। পারুকে ভুলতে মদ
খেল দেবদাস। মীরাবাঈ কে ভুলতে কেউ খেল গাঁজা। শীত ভুলতে কেউ খেল চা। ঘুম ভুলতে কেউ
খেল কফি। ব্যাথা ভুলতে কেউ খেল পেইন কিলার।
কষ্ট ভুলতে কি খাব আইজ উদ্দিন????
*******
বল্টু বন্ধুর কথা না শুনে নিজের মত এক্সাম পেপারে উত্তর লিখে দেখল যে ভুল হয়েছে। আফসোস করল কেন যে বন্ধুর কথা শুনলো না!!!!
বল্টু বন্ধুর কথা শুনে বন্ধুর কথা মত এক্সাম পেপারে উত্তর লিখে দেখল যে ভুল হয়েছে। আফসোস করল কেন যে বন্ধুর কথা শুনলো !!!!
ক্যায়া কারে গা বল্টু আব?????
*******
দো এ ফইন্নি উইন্স এ লটরী
অ্যান্ড মেক্স আ লট অফ মানি
আই ডোন্ট কেয়ার দো হি/সি
বিল্ড অ্যা ক্যাসল অর ও্যাটেভার
হি/সি উইল রিমেইন দ্যা সো কল্ড ফ্রিকিং ফইন্নি
অ্যান্ড আই উইল কল্ড হিম/হার ফইন্নি
আই ডোন্ট বদার
*******
সো কীপ টকিং ট্র্যাস অ্যান্ড কীপ ইট ওয়ার্ম।
আই রিয়েললি মীন দ্যাট।সাইলেন্স ব্রেকডাউন।
Comments
Post a Comment