হ্যাপিনেসের পারসুইট আর কত দূর!!!!

মানুষ কিনা পারে?
ঘোড়ার মত জীবনের খেলায় দৌড়াতে পারে, জীবনে ব্যর্থতার বোঝা নিয়ে গাধার মত নীরবে মুখ বুজে চলতে পারে।ছাগলের মত অন্যকে বিরক্ত করার জন্য ব্যা ব্যা করতে পারে। বিপদ থেকে পালাতে ব্যাঙের মত লাফ দিতে পারে।চিতার মত দ্রুততায় সাফল্যের শিখরে উঠতে পারে।আবার ছোট মেষ শাবকের মত খেয়ালের ভুলে উঁচু জায়গা থেকে গড়িয়ে নীচে পড়ে যেতে পারে।সিংহের মত দুশমনকে পরাস্ত করতে পারে। আবার রেগে গেলে হাতির মত হঠাৎ পাগল হয়ে যেতে পারে। অনেক সময় হেরে গিয়ে শিয়ালের মত লেজ গুটিয়ে পালাতেও পারে। সারমেয় এর মত প্রভুভক্ত হতে পারে।একটা পর্যায়ে এসে শ্লথ এর মত স্থবির ও হয়ে যেতে পারে।বাঘের মত একরোখা হয়ে চলতে পারে। বিড়ালের মত অলস হয়ে যেতে পারে।
এতক্ষণ যা যা লিখলাম সবই মানুষকে পশুর সাথে তুলনা করে বলা হয়। কিন্ত একটা জিনিষ সবসময় সত্যি সেটা হলঃ
মানুষ হয়ে জন্ম গ্রহণ করেছি,জানোয়ার হয়ে না। জানোয়ারের বিবেক নাই তাই তার কোন আক্ষেপ নাই,কষ্ট নাই।মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই কিছু কষ্ট নিয়ে বাঁচতে হয়।বাঁচতে হয় না পারার কষ্ট নিয়ে,বাঁচতে হয় হারানোর আশঙ্কা নিয়ে। সব কিছু ছেড়ে দিয়ে বাসায় চলে যেতে ইচ্ছে করে।আবার আগের মত ছোট্ট আদরের বাবু হতে ইচ্ছে করে।দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। আরো অনেক পথ যে বাকী!!!!
এনএফএস এর এই গাড়িটা এখন মাইলস্টোন কমপ্লিট করতে করতে আর রেস খেলতে খেলতে ক্লান্ত। বাস্টেড হবার ভয় কাটিয়ে ইভেড করতে হার ভালো লাগছে না। কুল টাউনে একটু হাইডিং করা দরকার। কিন্ত সময় নাই...কন্ডিশন ৪ পিছনে লেগেছে। উইনার হলেও নিস্তার নাই। আবার ইভেড আবার......... সামনে নতুন ব্ল্যাকলিস্ট নতুন চ্যালেঞ্জ!!!!!!!! রেডি ১,২,৩..................গো...

Comments

Popular posts from this blog

স্মৃতি

মনের আকাশে মেঘ

এত তিতা লাগে কেন?