কিছু কথা
দিন দিন স্মৃতির পাতা পরিবর্তন হচ্ছে বলে মনে হয়।
অতীতেরটা কালো,
বর্তমানেরটা ধূসর,
ভবিষ্যতেরটা শুভ্র।
#স্ক্র আর #পেরেক দুইটাই লোহা দিয়ে বানানো। দুইটাই দেয়ালে লাগানো যায়। অনেকেই জানে তারপরও জানাই যে পেরেক লাগাতে #হাতুড়ি লাগে আর স্ক্র লাগাতে লাগে #স্ক্রড্রাইভার।
তারপরেও অনেক কে বুঝাতে পারি না যে #স্ক্র আর #পেরেক দুইটা দুই জিনিস। পেরেক হাতুড়ি দিয়ে পিটিয়ে লাগাতে হয়। আর স্ক্র লাগাতে হয় #স্ক্রড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে।
প্রশ্ন জাগতে পারে হঠাৎ এই যন্ত্রপাতি নিয়ে মাতামাতি কেন?????
উপমার ছলে "#মানুষও" "স্ক্র" আর "পেরেক" এর মধ্যেই পড়ে।কারণ মানুষ তো মাটির গড়া,লোহার বানানো না।
অতীতেরটা কালো,
বর্তমানেরটা ধূসর,
ভবিষ্যতেরটা শুভ্র।
#স্ক্র আর #পেরেক দুইটাই লোহা দিয়ে বানানো। দুইটাই দেয়ালে লাগানো যায়। অনেকেই জানে তারপরও জানাই যে পেরেক লাগাতে #হাতুড়ি লাগে আর স্ক্র লাগাতে লাগে #স্ক্রড্রাইভার।
তারপরেও অনেক কে বুঝাতে পারি না যে #স্ক্র আর #পেরেক দুইটা দুই জিনিস। পেরেক হাতুড়ি দিয়ে পিটিয়ে লাগাতে হয়। আর স্ক্র লাগাতে হয় #স্ক্রড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে।
প্রশ্ন জাগতে পারে হঠাৎ এই যন্ত্রপাতি নিয়ে মাতামাতি কেন?????
উপমার ছলে "#মানুষও" "স্ক্র" আর "পেরেক" এর মধ্যেই পড়ে।কারণ মানুষ তো মাটির গড়া,লোহার বানানো না।
পেরেক হাতুড়ির আঘাতে হয়ত বাঁকা হয় কিন্ত কখনো স্ক্রর মত ঢিলা হয়না।কারণ,
স্ক্র তে প্যাঁচ থাকে যা পেরেকের কখনোই থাকে না।
#BadGuyisBestAtBadThings
আমার #নীরবতা যদি বৃহত্তরও স্বার্থের জন্য মঙ্গলজনক হয়,তবে আমি নীরবতা পালন করতে নিমরাজি।
তবে এর জন্য যদি আমার #কারণদর্শাতে হয় তবে আমি বলবোঃ
আমি অনেক খারাপ আমার এত টাইম নাই। খারাপ ভাবলে ভাবেন।কিচ্ছু করার নাই। আর আমার মনে হয় আপনারও আমার এই #কারণ খোঁজার টাইম নাই।
তাইলে আর কি!!!!! অন্যের কাছে খুঁজেন যে আপনেরে #টাইম দেয়।
আমি খারাপ হয়েই থাকলাম।কারণ আমি মনে হয় পৃথিবীতে এই একটাই ভালো ভাবে পারি আর সেইটা হলঃ
"খারাপ হওয়া"
একটা ছবি দেখে শিখলাম,আমাদের আশেপাশের মানুষদের সাথে মূক প্রাণীদের একটা বিরাট ফারাক আছে। ওদের কথা বলার ক্ষমতা নেই আমাদের মত। নিজেদের মধ্যে নির্দিষ্ট কিছু ডাকের মাধ্যমে ভাব বিনিময় করে। তারপরও ওদের জীবনে কমপ্লিকেশন অনেক কম। একটু আগেই হয়ত কামড়াকামড়ি করেছে। আবার একটু পরেই একসাথে লেজ দুলিয়ে হাঁটছে যেন কিছুই হয় নাই। কিন্ত আমাদের মানুষের কথা বলার বা বুঝানোর ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের মধ্যে কমপ্লিকেশনটা অনেক বেশিই থাকে। আল্লাহ্ মালুম!!!!
বাসায় আটা প্রায় ব্যবহার হয়। কিন্ত বেসন কালে-ভাদ্রে ব্যবহার হয়। তো একদিন বয়াম খুলে দেখলাম বেসনে কেরি জন্মেছে। অনেকদিন ধরে বয়ামে বন্ধ থাকায় বেসনে আপনাআপনিই নাকি কেরি জন্মায়।আমাদের মনের অবস্থাও এইরকম।অনেকদিনের সম্পর্কে আস্তে আস্তে কেরি জন্মায়। প্রথমে অল্প।তারপর একটু বেশি তারপর আরো বেশি।এইভাবে দিন যত যায় কেরি চক্রবৃদ্ধি হারে বাড়ে। বেসনের কেরি চালুনি দিয়ে চেলে ফেলে দিয়ে ছিলাম। মনের মধ্যেও এই ধরনের চালুনি বানানো খুব দরকার। নাইলে সম্পর্কের মধ্যে সন্দেহের কেরি জন্মায়।সময়মত চেলে ফেলে না দিলে বেসন আর আর বেসন থাকবে না।
স্ক্র তে প্যাঁচ থাকে যা পেরেকের কখনোই থাকে না।
#BadGuyisBestAtBadThings
আমার #নীরবতা যদি বৃহত্তরও স্বার্থের জন্য মঙ্গলজনক হয়,তবে আমি নীরবতা পালন করতে নিমরাজি।
তবে এর জন্য যদি আমার #কারণদর্শাতে হয় তবে আমি বলবোঃ
আমি অনেক খারাপ আমার এত টাইম নাই। খারাপ ভাবলে ভাবেন।কিচ্ছু করার নাই। আর আমার মনে হয় আপনারও আমার এই #কারণ খোঁজার টাইম নাই।
তাইলে আর কি!!!!! অন্যের কাছে খুঁজেন যে আপনেরে #টাইম দেয়।
আমি খারাপ হয়েই থাকলাম।কারণ আমি মনে হয় পৃথিবীতে এই একটাই ভালো ভাবে পারি আর সেইটা হলঃ
"খারাপ হওয়া"
একটা ছবি দেখে শিখলাম,আমাদের আশেপাশের মানুষদের সাথে মূক প্রাণীদের একটা বিরাট ফারাক আছে। ওদের কথা বলার ক্ষমতা নেই আমাদের মত। নিজেদের মধ্যে নির্দিষ্ট কিছু ডাকের মাধ্যমে ভাব বিনিময় করে। তারপরও ওদের জীবনে কমপ্লিকেশন অনেক কম। একটু আগেই হয়ত কামড়াকামড়ি করেছে। আবার একটু পরেই একসাথে লেজ দুলিয়ে হাঁটছে যেন কিছুই হয় নাই। কিন্ত আমাদের মানুষের কথা বলার বা বুঝানোর ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের মধ্যে কমপ্লিকেশনটা অনেক বেশিই থাকে। আল্লাহ্ মালুম!!!!
বাসায় আটা প্রায় ব্যবহার হয়। কিন্ত বেসন কালে-ভাদ্রে ব্যবহার হয়। তো একদিন বয়াম খুলে দেখলাম বেসনে কেরি জন্মেছে। অনেকদিন ধরে বয়ামে বন্ধ থাকায় বেসনে আপনাআপনিই নাকি কেরি জন্মায়।আমাদের মনের অবস্থাও এইরকম।অনেকদিনের সম্পর্কে আস্তে আস্তে কেরি জন্মায়। প্রথমে অল্প।তারপর একটু বেশি তারপর আরো বেশি।এইভাবে দিন যত যায় কেরি চক্রবৃদ্ধি হারে বাড়ে। বেসনের কেরি চালুনি দিয়ে চেলে ফেলে দিয়ে ছিলাম। মনের মধ্যেও এই ধরনের চালুনি বানানো খুব দরকার। নাইলে সম্পর্কের মধ্যে সন্দেহের কেরি জন্মায়।সময়মত চেলে ফেলে না দিলে বেসন আর আর বেসন থাকবে না।
শেয়ারিং মেন্টালিটি অনেক বড় জিনিষ।সেটা মাইন্ড হোক বা অ্যাবস্ত্রাক্ট হোক।
অনেককেই এটা জন্মগত ভাবে আল্লাহ্ উপহার হিসেবে দিয়ে দেয়।অনেকের দেখে শিখে
নিতে হয়। আর অনেকে হয়ত পারি না।শেয়ারিং এ জয় হয়। শেয়ারিং এ পরাজয় হয়।
শেয়ারিং জিনিষটাই আপেক্ষিক।
থ্যাঙ্কস টু অল হু শেয়ার অ্যাটলিস্ট এনিথিং উইথ মি
Why So Serious??
শেয়ারিং জিনিষটাই আপেক্ষিক।
থ্যাঙ্কস টু অল হু শেয়ার অ্যাটলিস্ট এনিথিং উইথ মি
Why So Serious??
Comments
Post a Comment