PG
ভাই আমি আল্লাহ্র রহমতে ১৯৯৯ থেকে রেস্লিং খেলা দেখতাম। ছোট ছিলাম বেশি বুঝতাম না। তখন মিঃ পারফেক্ট,হিটম্যান এরা খেলত। মিঃপারফেক্ট চুইঙ্গাম চাবাইত। ভালোই লাগত। তারপর আবার একটু বড় হইলাম। খালি দেখি কেইন আর আন্ডারটেকার খেলে। দেখতাম চোক স্লাম গুলা ভালোই লাগত। তারপর আসলো রক আর অস্টিন। দুইজনের খেলাই ভালো লাগত। তারা চলে গেল। খেলত ক্রিস বেনুয়া,এডি, হারডি ব্রাদার্স,ডি এক্স,জেরিকো আর ভি ডি,কারট এঙ্গেল,এজ এদের খেলা দেখতাম মজা করে। তারপর আসলো জন সিনা, সি এম পাঙ্ক, রেন্ডি এরাও খেলে কিন্তু বয়স কম। পরে ব্রক মাঝখান দিয়ে আসে আবার যায়। বিগ শো খেলে সবাই হাল্কা পাতলা খেলে। ২০১০-২০১১ আমার কাছে রেস্লিং এর চরম সময় মনে হয়। আলবেরতো, রেয় মিস্টেরিও, সিনা, পাঙ্ক, রেন্ডি, সেমাস, নেক্সাস, ড্যানিয়েল ব্রায়েন এরা অনেক গুলা ভালো ফিউড দিল। পাঙ্ক হইল চ্যাম্পিয়ন। তারপর পাঙ্ক হারাইল বেল্ট পাইলো রক তারপর সিনা তারপর রেন্ডি তারপর আর মজা পাইনা মাঝে শিল্ড চরম কিছু ম্যাচ দেখাইলো । তারপর শিল্ড ভাংলো। এর পর থেকে যারা ম্যাচ দেখে তারা দেখে ভালো খেলে রোমান,ডিন,সেথ। সিনা,রেন্ডি ভালো খেলে না। ব্রক হুদা সুপ্লেক্স আর F5 দিয়া জ...