Posts

Showing posts from January, 2019

বেবী-আগুন আর মা-আগুন

বেবী-আগুন আর মা-আগুন এর মধ্যে কথোপকথনঃ :- আচ্ছা মা আমি আগুন কেন? :- আমাদেরকে সৃষ্টিকর্তা আগুন হিসেবে বানিয়েছেন। তোমার বোন, বাবা, ভাই তারাও তো আগুন। :- আমাকে এতো গরম করে বানিয়েছেন কেন? আমাকে দিয়ে সবার অনেক ক্ষতি হয়। তারপরও আমাকে কেন সৃষ্টিকর্তা আগুন হিসেবে বানিয়েছেন? :- না বেবী, রাগ করো না। কই এই যে দেখো তোমার বোনকে, তাকে দিয়ে চুলায় রান্না করা হয়। তোমার বাবাকেই বা দেখো, সূর্যের গায়ে থেকে থেকে সবাইকে আলো দিয়ে বেড়াচ্ছে। আর বাবাকে বেঁচে থাকতে হলে তো একটু শ্বাস নিতেই হবে, তাই না বেবী. তাই একটু আধটু গরম তো লাগবেই। :- কিন্তু তারপরও মানুষ আমাকে ভালোবাসে না। সবাই দূরে থাকে কেন? এই যে ম্যাচ এর কাঠি বা গ্যাস-লাইটার জ্বালানোর পর আমি সবাইকে দেখতে না দেখতে আবার আমাকে নিভিয়ে ফেলে। আমি কখনোই পুরোটা সময় থাকি না। :- আরে এই যে তোমার ভাইকে দেখো। সে মোমবাতিতে থাকে। শীতকালে সবাই আমাদের কাছে আসে। আমাদের থেকে আলো পায়, তাদের শরীরটা গরম করে। আর কারেন্ট চলে গেলে যখন টর্চ/মোবাইল না পায় তখন তো ম্যাচ এর কাঠিতে/লাইটারে তোমাকে খুঁজে নেয় বেবী। :- কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম। বাসার বাচ্চাটা আমাকে ম্যাচ দ...