Posts

Showing posts from April, 2017

শেষের শুরু

ইমোশনের স্কেলটা যদি সবার কাছে একই হত তাহলে হয়ত সবাই খুশি থাকত। কিন্তু সত্যিকার অর্থে ইমোশনের স্কেলে ভিন্নতা থাকাটাই আবশ্যক। মানুষে ভিন্নতা থাকা জরুরী। সব মানুষ একই হলে কি হবে? "পশুর আবেগ শূন্য আর ফেরেশতারা আবেগে পরিপূর্ণ।" এর মাঝের বিদ্যমান আবেগই মানুষ কে চেনায়। তবে মানুষ হিসেবে আমরা কতিপয় বরাবরই ইমোশনাল ফুল। আপনাকে জানতে না পারার একটাই অর্থ হতে পারে হয়ত আপনার আর অন্যের মনের পরিধির মাঝে পার্থক্য আছে। কাছাকাছি মন মানসিকতার হলে একসাথে পথ চলা যায়, কফি খাওয়া যায়। জানতে থাকুন,হাঁটতে থাকুন। দেখবেন আস্তে আস্তে কাছাকাছি থেকে মন-মানসিকতার পার্থক্যটা কমে সমমনা হয়ে যাবেন। তবে যাদের মন-মানসিকতার ফারাক অনেক বিশাল,তাদের মধ্যে কেউ একজন শিখে যাবে আর অন্যজন শিখিয়ে যাবে জীবনের পথচলার কিছু কৌশল। শিখতে থাকুন অথবা শিখাতে থাকুন। কিছু না করাটা একটা রোগের মত। পুরো দেহে খুব দ্রুত ছড়িয়ে পরে। ভালো লাগে না কিছু করতে। সুস্থ দেহ সুস্থ মন। এই দুইয়ের মধ্য মনের সুস্থতা থাকে অটোম্যটিক দেহের সুস্থতা চলে আসবে। এই জন্য এই রোগের উপসর্গ জেনে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে,হয়ে গেলে প্রতিকারের চেষ্টায় লেগে থাকত...

End of the line

To gain some we have to lose some.But we want the extent must be equal! And that's the thing we have to choose.That's our duty.We learn it very well when we play chess. It's only luck,fortune,fate,lot whatever you call that we are in our present status and others are on their.We should not be proud of it as we didn't do anything to be that. It's true that the hard work is the ingredient that we need to build future.But if we only have bricks,sand,cement,rod,it won't build a t hing! To build,it takes planning and engineering.Man is the architect of his own fortune.But if you only have the planning without ingredients,it won't be succeed. So we have to deal with both equally to execute the future and for that we need the ingredients along with a good planner as well as an engineer that we already have since we born.Who is the best on that ask your self. # MIKParadox