Posts

Showing posts from February, 2017

মানব কথন

মানুষ হিসেবে সবাই হয়ত সবার জন্য পরিপূরক না। প্রত্যেক মানুষই আলাদা। তবে আমরা শ্রেণীবদ্ধ হয়ে থাকতে ভালোবাসি যাদের মতের আর মনের মিল হয়। নয়ত মিশি না।  আমাদের চারপাশের সবাইকে একই সাথে খুশি করা এবং রাখা সম্ভব নয়। আপনার কাজ গুলো যদি আশেপাশের মানুষের মন মত হয় আপনার উপর তারা খুশি আর না হলেই বেজার।দেখা গেলো যে আপনাকে কেউ ভালো বললে পাশাপাশি কেউ না কেউ খারাপ বলছেই এবং এটাই স্বাভাবিক। কারণ কাউকে খুশি করতে হলে কাউকে তো বেজার করতেই হবে। এতদিন আপনার সাথে মনের মিল ছিল আপনি ভালো। আজকে মিল নেই আপনি খারাপ। সবাই খুশি না হলেই আপনি দেখুন আপনি কাদের নিয়ে খুশি। ব্যাস যথেষ্ট। এই ঢের। ভালো থাকুন তাদের নিয়ে নয়ত নিজেকে নিয়ে। আশাপাশে সবাই আস্তে আস্তে খুশি হয়ে যাবে যারা আপনার এই অবস্থাকে মেনে নিয়ে খুশি থাকতে চায়। আমাদের প্রত্যকের মধ্যেই কিছু না কিছু পাগলামি আছে। যেই কারণে আমরা আনন্দিত হই বা অন্যকে আনন্দিত করতে পারি। তবে সেটা ভিন্ন ব্যক্তি বরাবর বিভিন্ন। আপনার এই পাগলামির জন্যই আপনাকে বা আমাকে অন্যের ভালো লাগবে। তবে একদিন ঠিক এই পাগলামির জন্যই আপনাকে বা আমাকে সেই অন্যের ভালো লাগবে না। এইটাই স্বাভাবিক। মা...