সাধু সাবধান!!!!
হাইওয়েতে এবং রেসিং এ ওভারটেকিং ব্যাপারটা মেনে নেয়া যায়।জীবনের নানা ক্ষেত্রকে যারা হাইওয়ে বা রেসিংএর সাথে তুলনা করতে চায় তারা ঘোষণা করে দিক এই ব্যাপারটা। ওভারটেকিং টেন্ডেন্সি খারাপ না। ভালো। বাট রিমেম্বার সামটাইমস ওভারটেকিং কসেস অ্যাক্সিডেন্ট। আমার হাইপোথিসিস বলেঃকথা দুই রকম।লিউকোটক এন্ড ক্রোমোটক। কথা মানুষকে ছুঁড়ে ফেলে দেয় আবার এই কথাই মানুষকে কাছে টানে। কথা নীচে নামায়,কথাই উপরে উঠায়।কথার ক্ষমতা অদৃশ্য।রঙ্গিন কথা গুলো মনে থাকুক,রাঙিয়ে দিক দেহ আর মন। কপট সবসময় কপটই থাকে। কালে ভাদ্রে ভালো কিছু করলেও তা প্রথমে খারাপ বলেই ধরে নেয়া হয়।।কপটতার কারণে তার সকল কাজই বাই ডিফল্ট ভাবে নেগেটিভ বলে গণ্য হবে। যে সাধু তাকে কিন্তু সবাই সব কিছুর উচ্চে স্থান দেয়। তার স্থানে তাকে মহান মনে করা হয়। তার সকল কাজই বাই ডিফল্ট ভাবে পজেটিভ বলে গণ্য করা হয়। একটি নেগেটিভ কাজ সাধুকে উপর থেকে নীচে ফেলে দেয়।আর সে পতন হয় ভয়াবহ। কপটের পতনের প্রয়োজন হয়না কারণ সে সবসময় নীচেই থাকে,আর কত নীচে নামবে। সাধুর পতন কতটুকু ভয়াবহ তা ক্ষেত্রবিশেষে অল্প বা বেশি হয়। সাধু সাবধান। smile emoticon # MIKParadox ...