কিছু কথা
দিন দিন স্মৃতির পাতা পরিবর্তন হচ্ছে বলে মনে হয়। অতীতেরটা কালো, বর্তমানেরটা ধূসর, ভবিষ্যতেরটা শুভ্র। # স্ক্র আর # পেরেক দুইটাই লোহা দিয়ে বানানো। দুইটাই দেয়ালে লাগানো যায়। অনেকেই জানে তারপরও জানাই যে পেরেক লাগাতে # হাতুড়ি লাগে আর স্ক্র লাগাতে লাগে # স্ক্রড্রাইভার । তারপরেও অনেক কে বুঝাতে পারি না যে #স্ক্র আর #পেরেক দুইটা দুই জিনিস। পেরেক হাতুড়ি দিয়ে পিটিয়ে লাগাতে হয়। আর স্ক্র লাগাতে হয় #স্ক্রড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। প্রশ্ন জাগতে পারে হঠাৎ এই যন্ত্রপাতি নিয়ে মাতামাতি কেন????? উপমার ছলে " # মানুষও " "স্ক্র" আর "পেরেক" এর মধ্যেই পড়ে।কারণ মানুষ তো মাটির গড়া,লোহার বা নানো না। পেরেক হাতুড়ির আঘাতে হয়ত বাঁকা হয় কিন্ত কখনো স্ক্রর মত ঢিলা হয়না।কারণ, স্ক্র তে প্যাঁচ থাকে যা পেরেকের কখনোই থাকে না। # BadGuyisBestAtBadThings আমার # নীরবতা যদি বৃহত্তরও স্বার্থের জন্য মঙ্গলজনক হয়,তবে আমি নীরবতা পালন করতে নিমরাজি। তবে এর জন্য যদি আমার # কারণদর্শাতে হয় তবে আমি বলবোঃ আমি অনেক খারাপ আমার এত টাইম নাই। খারাপ ভাবলে ভাবেন।কিচ্ছু...