Posts

Showing posts from April, 2015

মীক’স ব্লক(MIK’s Block)

বলব রাইটার্স ব্লক এর কথা। রাইটার্স ব্লক এর কথা প্রথম শুনেছিলাম হুমায়ূন আহমেদ এর কোন এক গল্পে। এই ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য লেখকের কলম থেকে কোন লিখা বের হয়না। অনেক চেষ্টা করেও একবা দুইটা শব্দের বেশি লিখতেই পারে না। ছিঁড়ে মুচড়ে গোল করে ছুঁড়ে ফেলা কাগজের সংখ্যা বাড়তে থাকে। হুমায়ূন আহমেদ ও এই রাইটার্স ব্লক এ পড়েছিলেন। বাস্তব প্রয়োগ দেখেছিলাম কিছুদিন আগে মুক্তি পাওয়া “রয়” ছবিতে। অর্জুন রামপাল ঐ ছবিতে চিত্র পরিচালক থাকে। কাহিনী তো অনেকই আছে ঐসব বাদ দিয়ে যে কথা বলতে চাই সেটা বলি। তো সে একবার এই রাইটার্স ব্লক এর শিকার হয়। তার টাইপ রাইটারে সে ছবির জন্য স্ক্রিপ্ট লিখত। কিন্তু একবার সে আর কিছুই লিখতে পারত না সাময়িক সময়ের জন্য। আমাদের জীবনে আমরা অনেক আনন্দে থাকি। প্রকৃতি ভালো লাগে। ভালো লাগে মেঘ যুক্ত বা মুক্ত নীল আকাশ,সবুজ গাছ,সব্জি ক্ষেত,পুকুরের নীল পানি,সাদা বালি,পীচ ঢালা সরু পথ। আরো ভালো লাগে যখন সাথে বোনাস হিসেবে থাকে দমকা ঝড়ো বাতাস। আশেপাশে বন্ধু বান্ধব সবার সাথেই মিশতে ভালো লাগে। ভালো লাগে সাঁতার না জেনেও বন্ধুদের সাথে পুকুরে গিয়ে সিঁড়ী পর্যন্ত ডুবাডুবি করতে। ক্লাসে দুষ্টামি করতে ভালো ...